কোরবানি ঈদের সময় ১০ দিন রাজধানীতে কোনো কাঁচা চামড়া ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (২৫ মে) সচিবালয়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘চামড়া সুষ্ঠু ভাবে সংরক্ষণের জন্য প্রথমবারের মতো ৩০ হাজার টন লবণ বিনামূল্যে জেলা প্রশাসকদের মাধ্যমে মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হবে। দশ দিন পর্যন্ত কাঁচা চামড়া ঢাকার শহরে ঢুকতে দেওয়া হবে না।
শেখ বশিরউদ্দিন জানান, অন্যান্যবারের মতো এবার কাঁচা চামড়া রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তিনি বলেন, ‘এবার দেশের বাজারে চামড়া বিক্রি না হলে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যাবে।’
এ সময় এ বছরের জন্য কাঁচা চামড়ার নির্ধারিত দাম গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। শেখ বশিরউদ্দিন বলেন, ‘এবার প্রায় ৮৬ হাজার কসাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঢাকায় ছোট গরুর লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০, ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা। আর খাসির চামড়া প্রতি স্কয়ার ফিট ঢাকায় বিক্রি হবে ২২ টাকায়, বকরি বিক্রি হবে ২০ থেকে ২২ টাকা।’
আমার বার্তা/এল/এমই