ই-পেপার বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিস কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে কমিটি গঠন বিদ্যুৎ বিভাগের

আমার বার্তা অনলাইন:
২৭ মে ২০২৫, ১৬:০২

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়ে কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কমিটির রিপোর্টের ভিত্তিতে ঈদের আগেই ব্যবস্থা নেওয়া হবে বলে খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে।জরুরি সেবা চালু রেখে মঙ্গলবার (২৭ মে) থেকে সারাদেশে কর্মবিরতি পালন করছে ৮০টি সমিতির কর্মকর্তা-কর্মচারিরা। আন্দোলকারীদের কর্মবিরতি প্রত্যাহার স্ব স্ব কাজে যোগ দিতে বলা হয়েছে।

সোমবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে কর্মবিরতি ঘোষণা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।

তবে ওই সংগঠন বিধিবদ্ধ সংগঠন নয়, তারা সমিতির বৈধ কোন সংগঠনের প্রতিনিধিত্ব করে না। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলনের সঙ্গে কোন সম্পর্ক নেই।

সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে। দেশের প্রায়৮০শতাংশ গ্রাহক তাদের আওতায়। সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈতশাসন ও ৪৭ বছর ধরে চলমান শোষণ, বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির জন্য আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ ও শাস্তিমূলক বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করে আসছে।

গত ১৭ অক্টোবর দেশের ৬৭টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পরে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন নেতৃবৃন্দ। তখন নেতৃবৃন্দ বলেছিলেন, বিদ্যুৎ সরবরাহ শাটডাউন করার বিষয়টি পরিকল্পিত ছিল না। সকালে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে আটক করলে ক্ষুব্ধ অফিসাররা স্থানীয়ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এরপর মামলা ও ২০ জন কর্মকর্তাকে অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয়ভাবে সমিতির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

এরপর কিছুদিন আন্দোলন বন্ধ থাকলেও ফের আন্দোলনে নেমেছে সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে "পল্লী বিদ্যুৎসংস্কার" বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎসমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়। এ সংক্রান্ত তথাকথিত "বাংলাদেশ পল্লীবিদ্যুৎ এসোসিয়েশন" নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেসবিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে। এরূপ সংগঠনবাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোন বৈধ সংগঠনেরপ্রতিনিধিত্ব করে না।

সরকার এই আন্দোলনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ভূত পরিস্থতি সুষ্ঠুভাবে সমাধানের জন্য নিম্নবর্ণিতপদক্ষেপ গ্রহণ করেছে:

আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদেরকেনিয়ে এ কমিটির একটি উপস্থাপনার মাধ্যমে রিপোর্ট চুড়ান্তকরবে এবং রিপোর্ট প্রাপ্তির পর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের সাথে পল্লী বিদ্যুতায়নবোর্ডের কর্মচারীদের পদমর্যাদার বিষয়টি একটি ভারসাম্যপূর্ণঅবস্থায় আনার জন্য বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্তসচিবের নেতৃত্বাধীন একটি কমিটি কাজ করছে এবং আগামী সপ্তাহেই এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। এছাড়াও, পল্লীবিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদেরকে পল্লী বিদ্যুৎসমিতির সাথে যোগাযোগের ক্ষেত্রে সহকর্মীসুলভ আচরণেরপরামর্শ দেয়া হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির যেসকল কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে তাদের মধ্যে যারা নাশকতামূলক কাজের সাথে জড়িত নয় তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা পুনঃবিবেচনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ক্রয়, নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এরূপ কর্মকর্তাগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় পদে কর্মরত কর্মীগণ ঝুঁকিপূর্ণও জরুরি সেবামূলক কাজের সাথে জড়িত। এরূপ ঝুঁকিপূর্ণকাজে নিযুক্ত হতে নির্দিষ্ট বয়সসীমা এবং শারীরিক সক্ষমতা রক্ষা করতে হয়। উক্ত ঝুঁকিপূর্ণ কাজের জন্য তারা বাংলাদেশেরবিদ্যমান শ্রম আইন অনুযায়ী বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশের শ্রম আইনটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) দ্বারা স্বীকৃত।

বিগত আগস্ট ২০২৪ হতে অদ্যাবধি পল্লী বিদ্যুৎ সমিতিরকর্মীদের মধ্যে ৬০২৫ জনকে নিয়মিত করা হয়েছে এবং এই প্রক্রিয়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চলমান রয়েছে। কর্মচারীদের বদলি একটি নিয়মিত কার্যক্রম। যে কোনকর্মচারী কোন একটি কর্মস্থলে ৩ বছর অতিক্রান্ত হলেই তিনিবদলিযোগ্য হবেন এবং এটি একটি স্বাভাবিক চর্চা। এছাড়া, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী পর্যায়ের বদলি সমিতির নিজস্ব প্রক্রিয়াতেই করা হয়ে থাকে। পাশাপাশি, মানবিক দিক বিবেচনা করে যেসকল কর্মচারী স্বামী-স্ত্রী হয়েও ভিন্ন ভিন্ন কর্মস্থলে কর্মরত ছিলেন এরূপ ৩০৭৯ জন কর্মচারী দম্পতিকে সম্প্রতি একই কর্মস্থলে বদলি করা হয়েছে। তাছাড়া, সংযুক্ত কর্মচারীদের বেলায় অদ্যাবধি ৬ জন কর্মীকে তার স্ব স্ব কর্মস্থলে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মচারীর বিরুদ্ধে যে সকলমামলা দায়ের করা হয়েছে উক্ত মামলাসমূহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়েছে এবং তা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ বিবেচনা ও বিচারের ক্ষেত্রে আদালত স্বাধীন এবং অভিযুক্ত কর্মচারীগণ আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দোষ প্রমাণিত হতে পারে।

গৃহীত ব্যবস্থাসমূহের পরিপ্রেক্ষিতে পল্লীবিদ্যুৎ সমিতির আন্দোলনকারী কর্মচারীরা তাদের রাষ্ট্রীয় কর্তব্য সম্পর্কে সচেতনতা ও দায়বদ্ধতা থেকে এবং দেশের স্বার্থ বিবেচনায় রেখে আন্দোলন প্রত্যাহার করে স্ব স্ব কর্মস্থলে ফেরত যাবে এবং অহেতুক সভা সমাবেশ থেকে বিরত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ দুজনের আত্মহত্যা

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস ও যাত্রাবাড়ীর ধনিয়ায় পৃথক ঘটনায় দুই নারী গলায় ফাঁস দিয়ে

শেরেবাংলা নগরে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া-কর্মশালা

ঢাকার শেরেবাংলা নগরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নিনির্বাপণী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে

ঢাকায় তীব্র যানজট, রাজনৈতিক সমাবেশকে দায়ী করছে ট্রাফিক পুলিশ

রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী ও

আতঙ্কে হাসপাতাল ছেড়েছেন চিকিৎসক-সেবাপ্রার্থী

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের সঙ্গে রোগীদের স্বজন ও জুলাই আহতদের মধ্যে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার সদর থানার ভেতরে সংবাদকর্মীর উপর হামলা; মামলা নিচ্ছেনা ওসি

ময়মনসিংহে বিআরটিসি বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

রোহিঙ্গা সংকট নিরসনে সাসাকাওয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

ইশরাকের শপথে বাধা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ: তারেক রহমান

বাংলাদেশে পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

ব্যবসা রাজনীতিতে আর রাজনীতি ব্যবসায় পরিণত হলে দেশ-জাতি এগোবে না

রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ দুজনের আত্মহত্যা

কথিত অল্প ও বেশি সংস্কারের আবর্তে ঘুরপাকে জাতীয় নির্বাচন

শেরেবাংলা নগরে কোস্ট গার্ডের অগ্নিনির্বাপণী মহড়া-কর্মশালা

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না: বিমানবাহিনী প্রধান

যেকোনও পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

স্বরুপকাঠীতে উপবৃত্তির অর্থ লোপাট বিদ্যালয় কেরানীর

অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি: মির্জা আব্বাস

রাজবাড়ীতে হেরোইন ও মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী মাইক্রোবাসসহ গ্রেপ্তার

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

শিক্ষকদের আন্দোলন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন গণশিক্ষা উপদেষ্টা

গজারিয়ায় মহেন্দ্র গাড়ির ধাক্কায় যুবক সিহাব নিহত

তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কর্ম পরিকল্পনা করছে বিএনপি

মৌলভীবাজার কোরবানিতে হাট কাঁপাতে আসছে রাজকুমার ও রাজসুলতান