সচিবালয়ের কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপিপন্থি সাবেক আমলারা। এতদিন তারা এ আন্দোলনে সমর্থন দিয়ে আসছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে। ঢাকা মহানগর পুলিশ গতরাতে এক গণবিজ্ঞপ্তিতে সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এদিকে সরকারের ২৫টি ক্যাডারের কর্মচারীরা সারাদেশে আজ ও আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতির ডাক দিয়েছেন। তাদের ১২ জন সদস্যকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়।
বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, মামলা-হয়রানি বন্ধের দাবিতে আজ সারাদেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।
সচিবালয়ে আন্দোলন
সচিবালয়ের আন্দোলনে যুক্ত হওয়া বিএনপিপন্থি আমলাদের মধ্যে রয়েছেন সাবেক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। সচিবালয় কর্মচারী সংগঠনের নেতারা আজ সারাদেশের সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিল দাবিতে এ আন্দোলন চলছে।
এই অধ্যাদেশকে কালো আইন দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল সোমবারও বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মচারীরা। এ সময় সচিবালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সারাদেশের দপ্তর-সংস্থার কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা।
বিএনপিপন্থি সাবেক আমলারা এ আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। আন্দোলনের সমর্থনে আজ সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরি কক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের পর রোববার অধ্যাদেশ জারি করা হয়। কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু ‘নিবর্তনমূলক ধারা’ সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদনের পর থেকেই এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
অধ্যাদেশ বাতিল ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য গতকাল সচিবালয়ে আন্দোলনরত সংগঠনগুলোর সমন্বয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম গঠন করা হয়েছে। এ ফোরামের কো-চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মো. নূরুল ইসলাম ও মো. বাদীউল কবিরকে। কো-মহাসচিব হয়েছেন আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের মো. নজরুল ইসলাম, সংযুক্ত পরিষদের মো. মোজাহিদুল ইসলাম ও নিজাম উদ্দিন আহমেদ।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বলেন, এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। গণহারে এই অধ্যাদেশের অধীনে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির সমকালকে বলেন, দপ্তর-সংস্থার বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি।
তিন কর্মসূচি
সংশোধিত অধ্যাদেশ বাতিল ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি কর্মসূচি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা; ফোরামের নেতারা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আলোচনা করবেন; ফ্যাসিস্ট সরকারের দোসরদের অব্যাহতভাবে প্রশ্রয় দেওয়া এবং জনপ্রশাসনকে দক্ষতা ও সুচারুভাবে পরিচালিত করতে ব্যর্থ হওয়ায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ ও জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের অপসারণের দাবি উত্থাপন করে প্রধান উপদেষ্টা, সব সংস্থা, অধিদপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ কর্মসূচির কথা জানান।
২৫টি ক্যাডার কর্মকর্তাদের কলমবিরতি
সারাদেশে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা আজ মঙ্গল ও কাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কলমবিরতির বাইরে থাকবে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মাধ্যমে বৈষম্যমূলক বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতা বিধানের দাবিতে কলমবিরতি শুরু হচ্ছে।
সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ
উদ্ভূত পরিস্থিতে ‘সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে’– স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গতরাতে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়।
ডিএমপির নিষেধাজ্ঞা
সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার বার্তা/এল/এমই