কক্সবাজার সদর উপজেলা খুরুশকুল ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও খুরুশকুল ইলেকট্রিশিয়ান এন্ড সেনেটারী মিস্ত্রি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমাজসেবক যুব নেতা বোরহান উদ্দিন এর বিরুদ্ধে GEN Z নামে এক ভূয়া ফেইজবুক থেকে সম্মানহানী মূলক মিথ্যা বানোয়াট অপপ্রচার করাই খুরুশকুল ইউনিয়ন জুড়ে স্যোসাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
যুব নেতা বোরহান উদ্দিনের বাড়ি খুরুশকুল ইউনিয়ন ডেইল পাড়া ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি,স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের পরীক্ষিত জিয়া'র সৈনিক, কক্সবাজারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিলো প্রশংসনীয়। বোরহান উদ্দিন খুরুশকুল ইলেকট্রেশিয়ান সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও খুরুশকুলে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার ভূমিকা অতুলনীয়। বোরহান উদ্দিন পেশায় এক জন ইলেকট্রেশিয়ান। তিনি তার এই পেশায় কাজ করে সে জীবিকা নির্বাহ করে। তার তিন ছেলে সন্তান ও বউ নিয়ে সুখের জীবন যাপন করে। খুরুশকুলের কিছু কচুক্রিমহল তার বিরুদ্ধে সম্মানহানী মূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করায় স্যোসাল মিডিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সদর উপজেলা বাসী ও জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ ও খুরুশকুল ইউনিয়ন স্থানীয় জনগণ।
এ বিষয় খুরুশকুল ইউনিয়ন বাসী জানাই বোরহান উদ্দিন একজন যুব নেতা ও সামাজ সেবক তার বিরুদ্ধে এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং প্রশাসন যাতে এই ভুয়া ফেসবুক আইড়ির বিরুদ্ধে আইনি পদেক্ষেপ নেওয়ার জোর দাবী জানাচ্ছি।
বোরহান উদ্দিন বলেন,আমি আমার জীবনে কখনো কোন অসমাজিক কাজেও লিপ্ত ছিলাম না ইনশাআল্লাহ সামনেও থাকবনা সুতরাং আমি একজন ইলেকট্রিশিয়ান কষ্ট করে কাজ করে হালাল ইনকাম করে জীবিকা নির্বাহ করি অসমজিক কোন কাজে সংযুক্ত আছি এমন কেউ প্রমাণ দিতে পারবেনা,কেউ যদি প্রমাণ করতে পারে খুরুশকুলের জনগণ আমাকে যে শাস্তি দেয় মাথা পেতে নেব। মানুষ কে ভুলবাল বলে ভুয়া আইডি থেকে আমার সম্মান হানী করতেছে এগুলার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ফেসবুক আইডির বিরুদ্ধে আমি ডিজিটাল নিরাপত্তা মামলা করব।