পটুয়াখালীর বাউফলে দাবিকৃত সুদের ৭ হাজার টাকা দিতে না পারায় হতদরিদ্র পরিবারের একমাত্র সম্বল গাভী গরু ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।
এঘটনায় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হলেও সুরাহা পায়নি ভুক্তভোগী। ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২৬মে) বাউফল থানাকে লিখিত চিঠি দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
জানা গেছে, গত ১০ মার্চ ধুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক ব্যাপারীর বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাবেয়া বেগম। যাহার মামলা নং- ১৮/২৫।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় চার বছর আগে তিনি রফিক ব্যাপারির কাছ থেকে সুদে ৩০হাজার টাকা সুদে নেয়। পরে তিনি ৫২ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করে লেনদেন শেষ করেন। এক বছর পূর্বে রফিক সুদ বাবদ আরও সাত হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ভুক্তভোগীর একমাত্র সম্বল গাভিন গরু ছিনিয়ে নিয়ে যায়।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, 'আমি বিবাদী রফিক ব্যাপারিকে তিনবার নোটিশ করেছি এবং মৌখিক ভাবে ডেকেছি। তিনি গ্রাম আদালতে একদিনও উপস্থিত হয়নি। তাই ভুক্তভোগী যেনো সঠিক বিচার পেতে পারে সেজন্য বিষয়টি লিখিত ভাবে থানায় অবগত করেছি।'
অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক ব্যাপারির মুঠোফোন নাম্বার বন্ধ থাকায় তার মন্তব্য জানা যায়নি। 'বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জানিয়েছেন এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার ।