বহুল প্রত্যাশিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী ১ জুন শুরু হচ্ছে চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন।
সোমবার (২৬ মে) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তথ্য জানান।
ফেসবুক পোস্টে আশিক চৌধুরী জানান, সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ফরচুন ৫০০ এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের র্শীর্ষ কর্মকর্তারও অংশগ্রহণ করবেন। এছাড়া, চীনের ৪টি চেম্বার অব কমার্সের র্শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একসঙ্গে এতো বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন জানিয়ে তিনি বলেন, “চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।”
আশিক চৌধুরী বিডর দায়িত্ব নেওয়ার পর চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয় ৭ এপ্রিল। সম্মেলনটি আয়োজন করা হয়েছিল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
সম্মেলন বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে চৌধুরী আশিক বলেন, “দশে দশ পাওয়ার মতো সামিট হয়নি। প্রথমবারের মতো গ্লোবাল স্ট্যান্ডার্ডের সামিট করার চেষ্টা করেছি। সামিট সফল হয়েছে কি না সেটা সময় বলে দেবে।”
“বাংলাদেশ সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা রয়েছে। অনেকে আমাদেরকে সাউথ এশিয়ার প্রেক্ষপটে বিবেচনা করেন। মনে করেন, আমাদের এখানে বন্যা খরা ছাড়া কিছু নেই। সেই নেগেটিভ নেরেটিভ দূর করতে বিনিয়োগকারীদের সশরীরে ঘুরে দেখানো হয়েছে।”
ওই সময় বিনিয়োগ সম্মেলনে আশিক চৌধুরীর প্রেজেন্টশনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন। উপস্থাপনা শৈলী, যোগ্যতা, বাচনভঙ্গির কারণে প্রশংসিত হন তিনি।
আমার বার্তা/এল/এমই