ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

অনক আলী হোসেন শাহিদী:
২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩০
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর কর্মকর্তা র্কমচারীদের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) ২০২৪-২০২৫ অর্থবছরেও অপারেটিং লাভ করেছে প্রায় ২২ কোটি টাকা। গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত সংস্থার ৫৬তম বাণিজ্যিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। আগারগাওঁস্থ পর্যটন ভবনে দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে সংস্থার সকল বাণিজ্যিক ইউনিটের ব্যবস্থাপক ও ইউনিট ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগন সরাসরি অংশগ্রহণ করেন।

বাণিজ্যিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশনের বাণিজ্যিক ইউনিটসমূহের সার্বিক পারফরমেন্স পর্যালোচনা, রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য ভবিষ্যৎ কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও তার বাস্তবসম্মত সমাধান নির্ধারণ এবং ইউনিটে দায়িত্বরত ব্যবস্থাপক ও কর্মকর্তা/কর্মচারীদের পারফরম্যান্সের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উৎসাহ প্রদান। সকাল ৯.০০ টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান। অপরদিকে সম্মেলনের সমাপণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মানিত চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা।

সম্মেলনের শুরুতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার গত অর্থবছরের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার পরিচালক (বাণিজ্যিক) জনাব জামিল আহমেদ। সম্মেলনে সংস্থার বাণিজ্যিক কার্যক্রম আরও জোড়দার করার মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে সুপারিশ ও মতামত প্রদান করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে দিনব্যাপী বিভিন্ন ওয়ার্কিং সেশনে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংকলন করে র্যাপোটিয়ার্স নোট উপস্থাপন করা হয়। সম্মেলনের সমাপণী পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিজ নাসরীন জাহান বলেন, সংস্থার সীমিত সম্পদ ও সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ইউনিটগুলোকে লাভজনক করে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি পর্যটকদের কাঙ্খিত সেবা প্রদানে বাপক এর কর্মকর্তা/কর্মচারীদের সর্বদা সচেষ্ট থাকার নির্দেশনা দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সেবার মান বৃদ্ধিসহ আর্থিক উন্নয়ন নিশ্চিতে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘাটাতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সংস্থাকে এগিয়ে নিতে হবে। বিদ্যমান সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।

সম্মেলনের সমাপণী পর্বে ২০২৪-২০২৫ অর্থবছরে পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক ইউনিটগুলোর ব্যবস্থাপক এবং কর্মকর্তা/কর্মচারীদের মধ্য থেকে ও ম্যানেজার অব দি ইয়ার, বেস্ট পারফরমার’, শ্রেষ্ঠ পাঁচক’, ‘শ্রেষ্ঠ পরিবেশক’ ক্যাটাগরিতে ৭ জনকে ও ‘শ্রেষ্ঠ বাগান সৃজন’ ক্যাটাগরিতে ৩টি বাণিজ্যিক ইউনিট কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা গত অর্থবছরের সাফল্যের জন্য সংস্থার পরিচালক, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের অভিনন্দন জানান। একইসাথে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ সম্মেলনটি আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমার বার্তা/এমই

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই, বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৫ হাজার ১৯১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর রাজস্ব আদায় বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

দেশের ব্যাংকিং খাত যখন বৈশ্বিক মন্দা, ডলার সংকট আর খেলাপি ঋণের চাপে অস্থির সময় পার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

জামেয়া দারুল মা‌আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

গতবারের চেয়েও এবার রোজায় পণ্যের দাম কম থাকবে: বাণিজ্য উপদেষ্টা

‘গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ যাবে, এটা মিথ্যাচার’

সময়মতো প্রকল্প বাস্তবায়ন না হলে অর্থায়ন বন্ধ: পরিকল্পনা উপদেষ্টা

সিডনিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালির জীবনাবসান

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ