ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

সফলতার ধারাবাহিকতায় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫, দ্বিতীয় রানার-আপ সুমি রানী দে

সালাম মাহমুদ:
২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৭

বরাবরের মতো এবারও দর্শক ও সংশ্লিষ্ট মহলে দারুণ সাড়া ফেলে সফলভাবে সম্পন্ন হয়েছে দেশের আলোচিত রিয়েলিটি শো ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ সিজন–৫। নতুন মুখ খোঁজার ক্ষেত্রে শোটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যে কতটা শক্ত অবস্থানে রয়েছে, তা আবারও প্রমাণ করল এই আসর।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আইসিসিএল ভেন্যুতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস সিজন–৫’-এর গ্র্যান্ড ফাইনাল। এবারের আসরটি পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’, আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল এশিয়ান টেলিভিশন।

অনুষ্ঠানটির আয়োজক ও স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, দেশের বিভিন্ন জেলা থেকে চার শতাধিক প্রতিযোগী অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। একাধিক ধাপের প্রতিযোগিতা ও বিচারকদের কঠোর মূল্যায়নের পর চূড়ান্তভাবে ১৪ জন প্রতিযোগী ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন। সেখান থেকে প্রতিভা, উপস্থাপনা ও আত্মবিশ্বাসের বিচারে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হন সাতজন প্রতিযোগী।

এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন ইয়ামিন ও তাজকিয়া। প্রথম রানার্সআপ হিসেবে নির্বাচিত হন পর্যায়ক্রমে ঋতু, দেব ও তানিয়া। আর দ্বিতীয় রানার্সআপ হন সৌরভ ও সুমি।

চার শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রমাণ দিয়ে এই আসরে দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন উদীয়মান তারকা সুমি। বিচারকদের কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হওয়া তার জন্য ছিল এক বিশাল অনুপ্রেরণা।

গ্র্যান্ড ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী, চিত্রনায়ক জয় চৌধুরী, বিদ্যা সিনহা মিম, দেবাশীষ বিশ্বাসসহ মিডিয়া ও বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, যা অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।

বর্তমানে সুমি মালয়েশিয়ার স্বনামধন্য সেগি ইউনিভার্সিটি (SEGi University)-তে ‘হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। গ্ল্যামার জগতের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দেন তিনি। তার মতে, একজন মানুষের জীবনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা একটি বড় অর্জন এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি।

শুধু মডেলিং বা গ্ল্যামার লুকেই সীমাবদ্ধ থাকতে চান না সুমি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার রয়েছে বিশেষ অনুরাগ। ভালো কাজ ও সুযোগ পেলে নিয়মিতভাবে মিডিয়ায় কাজ করতে চান তিনি। তার মূল লক্ষ্য একজন গুণী অভিনেত্রী ও সুকণ্ঠী গায়িকা হিসেবে দেশের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা।

সুমি বলেন,“মিডিয়াতে ভালো কাজ করে দেশের নাম উজ্জ্বল করাই আমার মূল উদ্দেশ্য। আমি যেন একইসাথে পড়াশোনা ভালোভাবে শেষ করতে পারি এবং একজন সফল অভিনেত্রী হতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।”

উল্লেখ্য, বিগত সিজনগুলোর বিজয়ীরা বর্তমানে মিডিয়া ও বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ফলে ‘মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুকস’ এখন শুধু একটি রিয়েলিটি শো নয়, বরং নতুন মুখ তৈরির একটি নির্ভরযোগ্য ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছে। ‎

আমার বার্তা/জেইচ

এ সপ্তাহে ঢাকার প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা

বাংলাদেশি ছবির ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। তিন দশক আগে চলে গেছেন না ফেরার দেশে। অথচ

সংস্কৃতির মিলনমেলায় অনুরাগ বর্ষবরণ

লোচনা, সম্মাননা প্রদান ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হয়েছে অনুরাগ সামাজিক

ঈদের বিশেষ নাটক ‘হেট ইউ বউ’-তে প্রথমবার একসঙ্গে আলভী ও সিনথিয়া

ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য আসছে নতুন বিশেষ নাটক ‘হেট ইউ বউ’। রোমান্টিক-কমেডি ঘরানার এই

বাংলাদেশ ক্রিকেটের পক্ষে কথা বলেই ভারতে গ্রেপ্তার মুসলিম অভিনেতা!

টি-২০ বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট ও বিনোদন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি সভা

ইফতার ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

উদারপন্থি গণতন্ত্র চাই, নির্ভয়ে ভোট দিন: মির্জা ফখরুল

‘পাকিস্তান না গেলে আর বিশ্বকাপই থাকবে না, সেখানে খেলবে উগান্ডা’

পাশাপাশি কবরে শায়িত সাদ্দামের স্ত্রী-সন্তান

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে : বরগুনার জামায়াত প্রার্থী

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল