
লোচনা, সম্মাননা প্রদান ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজনে সম্পন্ন হয়েছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বর্ষবরণ অনুষ্ঠান। মাঘের শীতল সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে রাজধানীর শিল্পকলা একাডেমি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও মর্যাদাপূর্ণ।
অনুষ্ঠানে অনুরাগকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, কবি এবিএম সোহেল রশিদ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলনসহ আরও অনেকে।
এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, বেলাল খান, কানিজ সুবর্না এবং চিত্রনায়ক জয় চৌধুরী। তাদের উপস্থিতিতে মিলনায়তনে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সংগঠনের সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোস্তফা মতিহার। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগীতশিল্পী মনির খান, বেলাল খান ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে প্রদান করা হয় ‘অনুরাগ বর্ষবরণ সম্মাননা ২০২৬’।
পরবর্তী সময়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের পাশাপাশি নবীন ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। নৃত্যের ছন্দ ও সুরের আবেশে মাঘের শীত উপেক্ষা করে উষ্ণ হয়ে ওঠে পুরো মিলনায়তন।
সংস্কৃতি ও সৃজনশীলতার এই মিলনমেলা অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক শক্তি ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।

