ই-পেপার শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩২

আস্থাহীনরা গলা চড়িয়ে অন্যকে দোষারোপ করে: আফজাল হোসেন

আমার বার্তা অনলাইন
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫

দেশের নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। নানা বিষয়ে ফেসবুকে নিজের মতামত তুলে ধরেন তিনি। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ ফেব্রুয়ারি) লেখেন দেশপ্রেম নিয়ে।

শুরুতেই এই কিংবদন্তি অভিনেতা লেখেন,

আমরা সবাই খুব দেশপ্রেমিক। ষোলো আনায় আমাদের সন্তুষ্টি তেমন আসে না তাই প্রমাণ দিতে চাই, ষোলোর উপরে আঠারো আনা দেশপ্রেমিক আমরা। পরিমাণ বুঝিয়ে দেবার পরও মনে উসখুস থাকে- তখন কথার খই ফুটিয়ে বোঝাতে চাই, দেশপ্রেমে আমরা কতখানি খাঁটি, নির্ভেজাল।

তিনি প্রশ্ন করে লেখেন, কাকে প্রমাণ দিতে চাই আমরা? কেনো হাজারটা কথা বলে কয়ে আমাদের প্রমাণ দেওয়া লাগে? দেশটা আমার, আমি আমার মতো করে তাকে ভালোবাসি, ভালোবাসবো। কতটা, কীভাবে ভালোবাসি তা আমার ব্যাপার- আমার সঙ্গে আমার তা নিয়ে অজস্রবার বোঝাপড়া হতে পারে, হয়ও।

আফজাল হোসেন লেখেন, দেশের ভালো কে কতটা চায়, তা প্রমাণ দিতে সকলকেই দিনরাত এতো এতো বকর বকর করতে হয়- তা কি “ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি” গল্পের মতো! না কি “খালি কলসি বাজে বেশি” এই প্রবচনের মতো? যেটাই হোক, আমরা কেউই নির্ভেজাল নই। আমাদের ভালোবাসায় ত্রুটি আছে। তা থাকা দোষের নয়। বাবা মা, সন্তান-সন্ততিদের প্রতি ভালোবাসাতেও অনেক ত্রুটি থাকে। ত্রুটি থাকে স্বামী স্ত্রীর সম্পর্কেও। দোষগুণ পাশাপাশি রয়েছে বলেই সকল সম্পর্কই দু-ধারি তলোয়ারের মতো- তিক্ত এবং মধুর।

যোগ করে তিনি লেখেন, জীবনে ভালো মন্দ আছে, ভালোবাসাতেও থাকবে। আমরা আয়নার সামনে দাঁড়াই- নিজেকেই দেখা যায় আয়নায়। কখনও নিজেকে ভালো লাগে, কখনও লাগে না। তার জন্য আয়না বা নিজেকে দোষারোপ করি না কেউ। কতজন জানি, আমাদের দুটো চোখ, কান, নাকের দুইপাশ একরকম দেখতে কিন্তু মাপে কম বেশি আছে। মিল-অমিল, অসঙ্গতি বহুকিছুতে রয়েছে- সব মিলিয়েই জীবন। কার কোনটা কম আর কি কি বেশি- তা নিয়ে অনেকজনের অন্তহীন মাথাব্যথা। যেনো দেশটা একটা প্রতিযোগিতার মাঠ- সবাই সে মাঠে কোমর বেঁধে নেমে পড়ে প্রমাণ দিতে চায়, আমার যা আছে তা তোমার চেয়ে বেশি।

মনস্তত্ত্ববিদদের উদাহারণ দিয়ে আফজাল হোসেন লেখেন, মনস্তত্ত্ববিদরা এই সমস্যাকে হীনমন্যতা বলবেন। যা, যতটুকু নিজের মধ্যে আছে, তা আমাদের সন্তুষ্ট করতে পারে না। নিজেদের প্রতি নিজেদেরই অনেক সন্দেহ- তাই যতটুকু আছে, বলে বলে তার চেয়েও অনেক বেশি আছে বোঝাতে হয়। কেনো এই বোঝাতে চাওয়া? কেউ কারও মালিক নয়। কারও অধীনস্ত নই কেউ। কেউ কাউকে খাওয়ায় পরায় না। নিজেরটা খেয়ে পরে, নিজের বিশ্বাস মাফিক চলে বলে, আরেকজনকে কেনো কৈফিয়ত দিতে হবে বলে ভাবি? কৈফিয়ত আমরা দেই। আমাদের দিতে হয় কারণ অধিকাংশজনই ভান ভালোবাসি। আমরা অনেককাল যাবৎ মনে আর মুখে এক নই, তাই নিজেদের ওপর নিজেদের বিশ্বাস পোক্ত হতে পারেনি। হাল্কা পলকা বিশ্বাসী মন প্রমাণ দিতে চায়, নিত্যই বক বক করে বোঝাতে চায়- আমার কম নেই, আছে তোমার চেয়েও বেশি।

আস্থাহীনরা গলা চড়িয়ে অন্যকে দোষারোপ করে। উল্লেখ করে আফজাল হোসেন আরও লেখেন, এ দেশে কে কিসে কম বা একে অন্যের ভুল ধরতে তারাই ওঁত পেতে থাকে, যারা নিজেরাই শূন্য। নিজেরা নিজেদের প্রতি যারা আস্থাহীন। শূন্যের আগে সংখ্যা যোগ করতে আস্থাহীন মানুষেরা গলা চড়িয়ে অন্যকে দোষারোপ করে। অপরকে দোষারোপ করেই জাহির করতে হয় নিজের প্রেম। দেশ ঠিকই বুঝতে পারে, কারা প্রেমিক আর কারা কারা প্রেমিকের মতো দেখতে- বলে কয়ে প্রেমিক।

আমার বার্তা/জেএইচ

সেই অপরাধীদের ফাঁসি চাইলেন তারকারা

মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া

হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভাগ্যশ্রী

বড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সাড়া ফেলেছিলেন

অ্যাওয়ার্ড পেলেন নৃত্যশিল্পী নিকি

'আন্তর্জাতিক নারী দিবস-২০২৫' উপলক্ষে 'গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন আন্তর্জাতিক পুষ্ককার পাওয়া নৃত্যশিল্পী নিকি আহমেদ।  শনিবার

ইউটিউব দেখে সোনা পাচারের কৌশল শেখেন অভিনেত্রী

সোনা পাচার মামলায় আবার বয়ান বদলালেন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। গ্রেপ্তারি নথি অনুযায়ী, তিনি দাবি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের আগাম ট্রেনের টিকিট

গাজায় ড্রোন হামলায় ২ শিশু নিহত, ধ্বংসস্তূপে মিলল আরও ৭ লাশ

সেই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ

ঢাবির সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিক আর নেই

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি

মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত

২০ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পথ দেখাল প্রজ্ঞা

১৫ জুলাই হামলা ছিল পরিকল্পিত, ঢাবির ১২২ জন শনাক্ত

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ

সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম

গাম্বিয়া যেতে আর ভিসা লাগবে না সরকারি পাসপোর্টধারীদের

ধর্ষণ ও নির্যাতনকারীদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি

দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই

বেঁচে থাকলে আর কখনো একা ছাড়তাম না: মাগুরার সেই শিশুর মা

সিঙ্গাইরে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়কের কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

কাভার্ডভ্যান ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে আহত দুই

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, উপদেষ্টা পরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত