টলিউডে ২০ বছরের ক্যারিয়ার অভিনেত্রী পায়েল সরকারের। বয়সও ৪০-এর কোঠায় পৌঁছালো। এখনও বিয়ে করেননি অভিনেত্রী পায়েল। ফলে কলকাতার অভিনেত্রী পায়েল সরকারের বিয়ে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের এতটাই আগ্রহ যে, সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে পায়েল বলেন, তিনি দেশের বাইরে ঘুরতে গেলেও মানুষ মনে করে- পাত্রের সন্ধানে গেছেন।
এই নায়িকা বলেন, 'আমেরিকায় একটা পুরস্কার নিতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করি। সেই ছবি দেখে অনেকেই বলা শুরু করেন, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি! অথচ ছবিটা নিয়ে কেউ কথা বললেন না। তাই মনে হয়, অভিনেত্রীদের কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি। সেদিক থেকে দেখলে, বাঙালির আধুনিক, উন্মুক্ত চিন্তাধারাটা কোথাও যেন হারিয়ে গেছে বলে মনে হয়।'
কিন্তু প্রেম-বিয়ে নিয়ে কী ভাবছেন এই অভিনেত্রী? একটি ঘটনা উল্লেখ করে পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার আমাকে বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।”
তাহলে কি পরিচালকের পরামর্শ মেনে বিয়ে করছেন না পায়েল? এ বিষয়ে তিনি বলেন, 'আবার জীবনে এ রকম কেউও থাকতে পারেন, যে হয়তো আমাকে আমার সম্পূর্ণ ক্যারিয়ারে সাপোর্ট করে গেলেন। একজন প্রকৃত পুরুষ কখনো তার জীবনসঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না। বরং সাপোর্ট করবেন, সঙ্গীকে সব সময় এগিয়ে দেবেন। এ রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়।'
তবে কি মনের মতো মানুষ কি খুঁজে পেয়েছেন পায়েল? জবাবে এই অভিনেত্রী বলেন, 'দেখা যাক, ঠিক সময়ে জানতে পারবেন।'
এর আগে গত বছরের মাঝামাঝি গুঞ্জন ওঠে, এক প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন পায়েল। কিন্তু সেই খবর উড়িয়ে দিয়ে তিনি জানান, 'কোনো প্রবাসীকে বিয়ে করছি না। বরং কলকাতার ছেলেকে বিয়ে করব।'
পায়েলের হাতে এখন চারটি সিনেমার কাজ। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন। ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
আমার বার্তা/এমই