রোজায় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সে দিকে সরকারের প্রধান ফোকাস থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে বেশির ভাগ জিনিসপত্রের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
প্রেস সচিব বলেন, বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। দাম সহনীয় থাকবে বলে আশা করি।
বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।
প্রেস সচিব জানান, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, সরকার ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। বিএনপি হয়ত সুনির্দিষ্ট একটি তারিখ চাচ্ছে। এ সময় তিনি জানান, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শিগগির শুরু হবে। সেখানে নির্বাচনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।
এ সময় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের রিকুইজিশন করা গাড়ির বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেন প্রেস সচিব। বলেন, ‘পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে অনেক গণমাধ্যম। পাঁচটি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।’
আমার বার্তা/এমই