
হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র। এ মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র প্রতিবেদন থেকে জান যায়, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ধর্মেন্দ্র। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন ধর্মেন্দ্র। কর্তব্যরত চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন অভিনেতা।
অভিনেতার দেখাশুনার জন্য হাসপাতালেই অবস্থান করছেন নায়কের দুই ছেলে বলিউড অভিনেতা সানি দেওল এবং ববি দেওল।
চলতি বছরের শুরুতেই এক চোখে অস্ত্রোপচার করিয়েছিলেন ধর্মেন্দ্র। তখন হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, ‘এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। চোখে সামান্য সমস্যা হয়েছিল তাই অপারেশন করালাম।’
দীর্ঘ বিরতি নিলেও সম্প্রতি করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন ধর্মেন্দ্র। এক মাস পরেই ৮৯ বছর বয়সী এ তারকা শুভ জন্মদিন। আগামী ৮ ডিসেম্বর এবারের জন্মদিনে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র।
আমার বার্তা/এল/এমই

