ই-পেপার রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

আমার বার্তা অনলাইন:
০১ নভেম্বর ২০২৫, ১৮:২৭
আপডেট  : ০১ নভেম্বর ২০২৫, ১৮:৩০

ফের টেস্ট দলের নেতৃত্ব হাতে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, গুঞ্জনটা শোনা গিয়েছিল গতকাল শুক্রবারই। সেটাই সত্য হলো। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, ২০১৭ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শান্ত।

চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ওয়ানডে নেতৃত্ব নিয়ে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। অভিযোগ ছিল, শান্তর সঙ্গে আলোচনা না করেই তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি শান্ত। যার ফলে, গত জুন মাসে টেস্ট নেতৃত্বও ছেড়ে দেন তিনি।

গত জুনে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সফরের দ্বিতীয় টেস্ট শেষ হওয়া মাত্রই এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। তড়িঘড়ি নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ারও অবশ্য কোনো তাড়াহুড়া ছিল না বিসিবির কাছে। কারণ পরের সাড়ে চার মাসে টেস্ট খেলার কোনো সূচি ছিল না।

তবে এই নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে অধিনায়ক বাছাই করতেই হতো বিসিবিকে। অনেক ভেবেচিন্তে তারা শান্তকেই অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেছেন। আলাপ-আলোচনার পর নেতৃত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন শান্ত।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে এবং তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘শান্ত নেতৃত্বে যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’

অধিনায়ক হিসেবে দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি আরও যোগ করেন, ‘এ দলটিতে অনেক মেধাবী ও সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছে। সামনে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি মৌসুম আসছে, যা আমাদের জন্য দারুণ সুযোগ। এই মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমরা নতুন টেস্ট চক্রের যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।’

আমার বার্তা/এমই

প্রথমবার নিউজিল্যান্ড দলে ডাক পেলেন ক্লার্ক

টি-২০ সিরিজে খেলেছেন। ম্যাট হেনরি খেলেছেন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচও। দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি, চোট

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছে। বৃষ্টির কারণে আউটফিল্ড খেলার উপযোগী

ফিফার নিষেধাজ্ঞায় এবার মোহামেডান স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের একের পর এক ক্লাবের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে ফিফা। চলতি বছর ফকিরেরপুল ইয়ংমেনস ও বসুন্ধরা

কলকাতার প্রধান কোচের দায়িত্বে অভিষেক নায়ার

নতুন কোচের নাম ঘোষণা করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের হেড কোচের দায়িত্ব পেয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর বৈঠক

সরাইলে তরী বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, রাতে কমতে পারে তাপমাত্রা

রিটার্নিং কর্মকর্তারাও ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল

সমবায় সংগঠনের সদস্যদের প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব

নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়

দেশ গঠনে ৩১ দফার বিকল্প নেই: সাজ্জাদ হোসেন সিদ্দীকী

বয়স্কদের জন্য ১০০০ ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: শারমীন মুরশিদ

‘নেট জিরো কার্বন এমিশন’ ধনী দেশগুলোর নতুন অর্থনৈতিক প্রতারণা

জামায়াতকে একাত্তরেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই: আমিনুল হক

ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে: সুব্রত চৌধুরী

চলতি বছর ৭০ হাজার ছাড়াল ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা

দীর্ঘদিনের অচলাবস্থার পর রাজশাহী বিএনপিতে নতুন নেতৃত্ব

মধুপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নে এপিএ’র পরিবর্তে জিপিএমএস

ঐকমত্য কমিশনকে ঐক্য ধরে রাখার আহ্বান ৫৩ নাগরিকের

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্ত

উচ্চশিক্ষায় মানোন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি সই

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যােগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নির্বাচন এলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায়: সালাহউদ্দিন