দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে ভেনেজুয়েলা ও সুরিনামের মাঝখানে অবস্থিত ছোট দেশ গায়ানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশ কিছু দেশের ওপর প্রস্তাবিত চড়া শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে গায়ানা।
তবে প্রশ্ন থেকেই যায়—কেন গায়ানার রপ্তানিপণ্যের ওপর আগে থেকেই ৩৮ শতাংশ পর্যন্ত ট্যারিফ ধার্য করা হয়েছিল, যেখানে অন্য ক্যারিবীয় দেশগুলোর মতো তাদেরও ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করার কথা ছিল?
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ফ্রান্সিস বেইলির ব্যাখ্যা অনুযায়ী, এটি আসলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ভূরাজনৈতিক টানাপোড়েনের অংশ, যেখানে গায়ানা একপ্রকার ‘চাপের’ মুখে পড়ে।ওয়াশিংটনের দৃষ্টিতে, গায়ানায় চীনের ‘মজবুত অবস্থান’ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আমার বার্তা/এল/এমই