ই-পেপার শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আমি কোনো আঘাত করিনি, হুকুমও দিইনি: আদালতে আসামি টিটন

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৫, ১৮:২১

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন আসামি মো. টিটন গাজী।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে শুনানিতে বিচারকের জিজ্ঞাসাবাদে এ দাবি করেন তিনি।

শুনানিতে বিচারক আসামি টিটন গাজীকে জিজ্ঞাসা করেন আপনি কিছু কি বলতে চান? তখন তিনি বলেন- জি স্যার, আমার কোনো আইনজীবী নেই। আপনি (বিচারক) যে ভাইরাল হওয়া ভিডিও দেখেছেন, সেখানে আমাকে দেখা যাচ্ছে। আমি কাউকে আঘাত করেনি। আমাকে মোবাইলে ফোন করে ডাকা হয়েছিল। ফোন পেয়ে সেখানে যাই। আমি কাউকে আঘাত করিনি। ভিকটিমকে আঘাত করার জন্য হুকুমও দেয়নি। আমি শুধু দাঁড়িয়ে ছিলাম। আমি নির্দোষ স্যার। বিচারক শুনানি শেষে আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার টিটন গাজীকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া অস্ত্র আইনে আরেক মামলায় তারেক রহমান রবিন আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন আসামি টিটন গাজীকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। একই ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র আইনের মামলায় দুইদিনের রিমান্ড শেষে আসামি তারেক রহমান রবিনকে আদালতে হাজির করেন আরেক মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনির হোসেন জীবন। এরপর রবিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্তকারী কর্মকর্তা।

রবিনের জবানবন্দি রেকর্ড শেষে বিকেল ৩ টা ৪০ মিনিটের দিকে এজলাসে ওঠেন বিচারক।

আদালতে প্রথমে ভাঙারি ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার টিটন গাজীর সাতদিনের রিমান্ড বিষয়ে শুনানি করেন তদন্তকারী কর্মকর্তা।এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন ও এম কাওসার আহমদে রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানিতে তারা বলেন, ভিকটিম সোহাগকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এরই মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে। সারাদেশে এ ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেক আলোচনার জন্ম নিয়েছে। মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপক্ষে থেকে আসামির সর্বোচ্চ রিমান্ডের দাবি জানাচ্ছি। তবে এদিন আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না।

বিকেল সাড়ে ৩টার দিকে সিএমএম হাজতখানা থেকে টিটন গাজীকে এজলাসে ওঠানোর সময় সাংবাদিকদের বলেন, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। আমি কিছুই জানি না। আমি নির্দোষ।

এদিকে অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মনির হোসেন জীবন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় যে অস্ত্রটা উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে আসামি দোষ স্বীকার করেছেন। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, এ অস্ত্রটি আমার। আমাকে অস্ত্রসহ র্যাব কর্মকর্তারা গ্রেফতার করেন। ঘটনার সময় এ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর প্রকাশ্যে লালচাঁদ ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে একদল দুর্বৃত্ত। সংবাদ পাওয়ার পরপরই কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চার নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।

আমার বার্তা/এমই

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেপ্তার টিটন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা মামলায়

রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল

নিজেকে দোষী স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জুলাই গণহত্যার সঙ্গে সম্পৃক্ত বিস্তারিত বিষয় তুলে ধরা ও

১৮ বিচারককে অবসরে পাঠানো সাহসী সিদ্ধান্ত : শিশির মনির

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোকে সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার বিক্ষোভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

মানিকগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র মদ সহ গ্রেফতার ২

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বিএনপি নেতাকে গাছে বাঁধলেন গ্রামবাসী

রূপসায় অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর উপর পূর্ব-পরিকল্পিত হামলা

নির্বাচন হচ্ছে না বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে: ফখরুল

আড়াই ঘণ্টার সভায় কোচ-ম্যাচ কোনো সিদ্ধান্তই হয়নি

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: দুলু

‘পাঁচ কোটি টাকা চাঁদা' না পেয়ে পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি-হামলা

অপরাধীদের শাস্তির দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ

ওয়ালমার্টের জন্য বাংলাদেশ থেকে পোশাক কেনার কিছু আদেশ স্থগিত

বাংলাদেশ নিয়ে এখনো একটি অদৃশ্য চক্র ষড়যন্ত্র করছে: তারেক

ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে: অধ্যাপক আলী রিয়াজ

৩১ দফা নিয়ে জার্মান স্বেচ্ছাসেবক দল পূর্ব শাখার আলোচনা ও পরিচিতি সভা

খুলনায় যুবদল নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই

মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অপচেষ্টা: আমিনুল

মবকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন, সরকারের মদদ আছে কিনা প্রশ্ন তারেক রহমানের

আমি কোনো আঘাত করিনি, হুকুমও দিইনি: আদালতে আসামি টিটন

শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে