ই-পেপার মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সচিবালয়ে অনশনে ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
১৮ নভেম্বর ২০২৪, ১৯:১৭
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৭
সচিবালয়ে অনশনে তিতুমীর কলেজের ১৪ ছাত্র

সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরে কমিশন গঠনের দাবিতে সচিবালয়ে অনশনে বসেছেন কলেজটির ১৪ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণে আশ্বাস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে তারা সচিবালয়ের করিডোরে বসে অনশন শুরু করেন।

খবর ছড়িয়ে পড়লে একই সময়ে রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। রাত ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছিল।

শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভে ব্যস্ত সড়ক মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী রাস্তার দুই পাশেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কে আটকে থাকা যাত্রীরা আবারও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসায় তারা আশ্বস্ত হয়ে বিকেলে রেলগেট থেকে অবরোধ তুলে নেন। এরপরই সরকার বিষয়টি আবার টালবাহানা শুরু করে। এ কারণে তাদের প্রতিনিধিদলের সদস্যরা সচিবালয় না ছেড়ে সেখানেই অবস্থান করছেন। তারা অনশনে বসেছেন। আর দাবি আদায়ে ফের কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা কলেজের সামনে আমতলী-গুলশান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। তারা ‘এক, দুই, তিন চার, সব শালারা বাটপার’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে দাবি তুলে ধরছেন।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া আজাহার উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শুনেছি, আমাদের প্রতিনিধিরা যে দাবি জানিয়েছিলেন, সেটা শিক্ষা উপদেষ্টা মেনে নিয়েছিলেন। তিনদিনের মধ্যে কমিশন করে দেবেন বলেও তিনি জানিয়েছিলেন। পরে কিছু কর্মকর্তা ও উপদেষ্টা ষড়যন্ত্র শুরু করেন। তারা দ্বিমত জানানোয় বিষয়টি আটকে গেছে। এজন্য আমরা আবারও রাস্তায় এসে বিক্ষোভ করছি। দাবি না মানা পর্যন্ত এ বিক্ষোভ চলবে।’

এর আগে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে ‘বারাসাত ব্যারিকেড’ কর্মসূচি করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী—বিকেল ৪টার দিকে তারা সড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যান। তাছাড়া বিকেল ৩টার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান কলেজের ১৪ জন শিক্ষার্থী।

>> সচিবালয়ে অনশনে যারা

সচিবালয়ে বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলে থাকা ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন- মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।

জানা গেছে, সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন।

আমার বার্তা/এমই

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান

ড. খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে সংশোধন হচ্ছে আইন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি করতে

আলুর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে আল্টিমেটাম

যেসব কোল্ড স্টোরেজে আলুর মজুত রয়েছে সেগুলোতে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে

আ.লীগের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন: হাসনাত

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনে যারা উদ্যোগ নেবেন, ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান

ঢাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ

পাশের দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন

এএসপি-ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ ফের স্থগিত

দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে দাঁড়ালেন শুভ

ক্যাম্পাসে গুন্ডামি চলবে না, ফুটেজ নেওয়া সাংবাদিকদের অধিকার

পুলিশ প্রশাসন-নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচন দিন

রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনতে সংশোধন হচ্ছে আইন

৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি

আলুর মজুতে অভিযান চালাতে ভোক্তা অধিদপ্তরকে আল্টিমেটাম

কলেজছাত্র হত্যায় জড়িত তিনজনের মৃত্যুদণ্ড

আ.লীগের পুনর্বাসনে উদ্যোগ গ্রহণকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন: হাসনাত

রাজধানীতে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা,দাবি পরিবারের

প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে

শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতায় ফ্যাসিস্ট হয়েছিলেন

দক্ষিণ এশিয়ার বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় মিলেছে

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় কমনওয়েলথ