দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। পররাষ্ট্র সচিব দূতদের এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার বার্তা দিয়েছেন।
দক্ষিণ এশিয়ায় নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে মঙ্গলবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র সচিবের ভার্চুয়ালি বৈঠকের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বর্তমান অবস্থা সম্পর্ক দূতদের কাছে জানতে চান। তিনি কনস্যুলার পরিষেবা এবং মিশনের প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা করেন।
জসীম উদ্দিন দ্বিপাক্ষিক পর্যায়ে কূটনৈতিক সম্পৃক্ততা, আঞ্চলিক সহযোগিতা, এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের করণীয় নিয়ে আলাপ করেছেন। মিশন প্রধানরা তাদের প্রচেষ্টা ও উদ্যোগের আপডেট পররাষ্ট্র সচিবের সঙ্গে ভাগাভাগি করেন।
বৈঠকে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম, মহাপরিচালক (প্রশাসন) নাজমুল হক এবং মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান উপস্থিত ছিলেন।
প্রথম ও দ্বিতীয় দফায় পররাষ্ট্র সচিব গত ১৩ ও ১৪ নভেম্বর পূর্ব ইউরোপ ও সিআইএস এবং আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেন।
আমার বার্তা/জেএইচ