ই-পেপার সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

ব্যস্ত সূচিতে প্রধান উপদেষ্টা, তিন মাসে তিন দেশ সফর

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৫, ১০:০৬

বৈশ্বিক যোগাযোগ, সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে চলতি মার্চ, এপ্রিল ও মে মাসে তিনি চীন, থাইল্যান্ড ও জাপান সফর করতে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এরই মধ্যে ড. ইউনূসের চীন সফরের প্রস্তুতি নিতে শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ কী বলতে পারে—তা নিয়ে রোববার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়েছে।

সেই বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, স্বাস্থ্য, পানি, বৈদেশিক ঋণ, কৃষি, কানেক্টিভিটি, জ্বালানিসহ বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কোন বিষয়গুলো বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হবে, সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রমতে, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন ড. ইউনূস। পরিকল্পনা অনুযায়ী, চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের বোয়াওতে ২৫ থেকে ২৮ মার্চ অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ যোগ দেবেন তিনি। আশা করা হচ্ছে, ২৮ মার্চ বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক হবে ড. ইউনূস এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে।

এর আগে, ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম কনফারেন্সের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান । এদিন চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে তার।

এছাড়া, ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এরপর সেদিনই বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

গত বছরের ৮ আগস্ট ক্ষমতায় আসার পর ২৫ আগস্ট ড. ইউনূসকে সুবিধাজনক সময়ে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ।

চীন সফরের এক সপ্তাহের মধ্যেই থাইল্যান্ড সফর

এপ্রিলের প্রথম সপ্তাহে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে থাইল্যান্ড। তাই চীন থেকেই দেশে ফিরেই আবার থাইল্যান্ড সফরের জন্য ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে ড. ইউনূসকে।

বিমসটেকের এই শীর্ষ সম্মেলনের আয়োজন হতে যাচ্ছে ব্যাংককে এবং ৪ এপ্রিল পরবর্তী চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ। শীর্ষ সম্মেলনের আগে ৩ এপ্রিল মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে।

কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো একান্ত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

মে’র শেষদিকে জাপানের সঙ্গে আলোচনা

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের রাজধানী টোকিওতে ২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দিতে ড. ইউনূসকে আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ইকুইনা আকিকো।

কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া অনুষ্ঠানে যোগ দেবেন এবং ড. ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে উভয় দেশই কাজ করছে।

আমার বার্তা/জেএইচ

আমরা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি।

৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত, শাস্তি পেয়েছে ২৭০: আইজি প্রিজন

গত সাত মাসে কারাগার অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত,

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মব সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানী সড়কের অবরোধ তুলে নিলেন পোশাকশ্রমিকরা

বনানীতে যান চলাচল স্বাভাবিক, আন্দোলন প্রত্যাহার পোশাকশ্রমিকদের

আমরা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না: সিইসি

৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত, শাস্তি পেয়েছে ২৭০: আইজি প্রিজন

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

লালমাটিয়ায় তরুণীকে লাঞ্ছিত করা রিংকু গ্রেপ্তার

রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে, বেড়েছে যুক্তরাষ্ট্রের

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিন খুন

‘নির্মম সমঝোতার’ জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন-আমেরিকা

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৮ দিনেই এলো ৮১ কোটি ডলার

দুই জামায়াতকর্মী হত্যার মূলহোতা মানিক শতকোটি টাকার মালিক

চৌধুরী আলম গুম: মায়া-জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনের শুরুতে মস্তিষ্কের যে ব্যায়ামগুলো করবেন

শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মিছিলে এক কাতারে শিবির-ছাত্রদল