মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে গড়ে ওঠা ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণসহ কারখানা দুটি গুটিয়ে দেয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত উপজেলার ভাটের চর এলাকা ও বালুয়াকান্দি এলাকায় গড়ে ওঠা অবৈধ দুইটি চুনাকারখানায় অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় বিভাগ সিনিয়র সহকারী সচিব লিটন রায় জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন অভিযান অব্যাহত আছে। অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় দুইটি স্থানে অভিযান পরিচালিত হয়েছে। একটি উপজেলার ভাটের চর এলাকায় অপরটি বালুয়াকান্দি এলাকায় অবৈধ চুনাভাটি বা চুনা কারখানা গুটিয়ে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজে কাউকে উপস্থিত না পেয়ে গ্রেপ্তার বা জরিমানা করা হয় নাই। অবৈধ গ্যাস সংযোগ বা চুনাকারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার পরিকল্পনা হিসাবে ভূমি মালিকদের কিভাবে আইনের আওতায় আনা হবে।বিষয়টি তিতাস গ্যাস এবং খনিজ ও জ্বালানি মন্ত্রণালয় বিভাগ পরিকল্পনা করছে। তিতাস গ্যাস বিক্রয় বিভাগ মেঘনা জোন ম্যানেজার, সুরজিৎ সাহা জানান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত আছে থাকবে। বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসাবে গজারিয়া উপজেলায় দুইটি অবৈধ ভাবে গড়ে ওঠা চুনাকারখানা গুটিয়ে দেয়াসহ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করন করা হয়।
দুইটি কারখানার একটিতে সরাসরি গ্যাস সংযোগ লাইন থেকে অবৈধ গ্যাস লাইন নিয়ে চলমান ছিল অপর একটি ফিফটি পেইজের অবৈধ গ্যাস লাইনে চলছিল। ধারণা করা হচ্ছে দুইটি চুনাকারখানা গুটিয়ে দেয়ায় সরকারের প্রতি মাসে কোটি টাকা রাজস্ব রক্ষা হবে।
যে সকল ব্যক্তি এই অবৈধ চুনা কারখানার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার পরিকল্পনা চলছে। অভিযানে সহযোগিতা করেছেন গজারিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্য বৃন্দ।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই