আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জানার্লিস্ট (আইএফজে) ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শনিবার রাজধানীর তোপখানা রোড এফএনএস কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।
বিএমএসএফ সভাপতি সাংবাদিক এনামুল কবীর রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক যুগ্ম সম্পাদক শাহনাজ শারমিন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি ও দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি।
সভাটি পরিচালনা করেন বিএমএসএফ মহাসচিব খায়রুজ্জামান কামাল।
আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ডিইউজে কল্যান সম্পাদক শাহজাহান স্বপন, ইন্দো বাংলা জানার্লিস্ট ফোরাম যুগ্ম সম্পাদক এম এ হাদি, সাংবাদিক অমিতাভ রহমান, মিজানুর রহমান, এম বাদল প্রমুখ।
সভায় বক্তাগন সাম্প্রতিককালে বাংলাদেশে নারীদের উপর যে সব সহিংসতার ঘটনা সংঘটিত হয়েছে তার নিন্দা জানান। সেই সাথে তারা সকল প্রকার নারী নির্যাতনের আইনুনাগ বিচার দাবি করেন। আলোচনা সভা শেষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আমার বার্তা/এমই