চাঁদপুর শহরের কোড়ালিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হলে আশংকাজনক অবস্থায় চারজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- ওই বাসার আবদুর রহমান (৬০), তাঁর স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), মহিন সর্দার (১৬), পুত্রবধূ খাদিজা বেগম (২৫) ও ছেলে মিরাজের স্ত্রী নিবা আক্তার (২২)।
রবিবার (৯ মার্চ) সকালের দিকে দগ্ধদের চারজনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরী বিভাগের নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান। তিনি জানান আজ সকালের দিকে চাঁদপুর থেকে খাদিজা বেগমকে ৮৫ শতাংশ দগ্ধ,শাহনাজ বেগম ২০ শতাংশ দগ্ধ,আবদুর রহমান ১৮ শতাংশ দগ্ধ ও মহিন সর্দারকে ১৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আমরা তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ড করেছি।দগ্ধদের সকলেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা সবাই আশংকা জনক অবস্থায় রয়েছে।
জানা গেছে,জানা গেছে, রোববার ভোররাতে চাঁদপুরের কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায়সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান পুত্রবধূ খাদিজা বেগম। ওই সময় গ্যাসের চুলার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়।
আমার বার্তা/জেএইচ/এমরানা