ই-পেপার সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১

সুরাহা হলো না গঙ্গার পানিবন্টনের

আমার বার্তা অনলাইন
১০ মার্চ ২০২৫, ১০:৩৪

গঙ্গা নদীর পানিবন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বৈঠক সফল হয়নি। মূলত ফারাক্কায় গঙ্গার পানি মাপার পর দুইদিন ধরে বৈঠক করেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা। তবে, আলোচনা জটিল দিকে মোড় নেওয়ায় পানিবন্টনের সুরাহা ছাড়াই ফিরছে বাংলাদেশ প্রতিনিধি দল।

জানা যায়, প্রথমদিকে সব ঠিকঠাক এগোলেও শেষ পর্যন্ত আলোচনায় জটিলতা দেখা দেয়। দুই দেশের প্রতিনিধিরা একসঙ্গে ফারাক্কায় গঙ্গার পানি মাপেন। প্রথম দিন গঙ্গার পানিবন্টন নিয়ে আলোচনা হয়। দুই দেশের প্রতিনিধিদলের নেতা বৈঠকের মিনিটসে সইও করেন।

কিন্তু দ্বিতীয় দিনের বৈঠক ছিল সীমান্তের নদীগুলো নিয়ে। কিন্তু সেই বৈঠকের পর মিনিটসে সই হয়নি।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা মোহাম্মদ আবুল হোসেন বলেছেন, পরিকল্পনা মতো আমাদের বৈঠক হয়েছে। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।

অবশ্য ভারতের পক্ষ থেকেও কেউ মুখ খোলেননি। বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনও হয়নি।

শুক্রবারের বৈঠকে আলোচ্য ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি। একাধিক বিষয়ের আলোচনায় কোনও সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর এখনও কোনও মিনিটসে সই করা হয়নি বলে জানা গেছে।

গত বছর বন্যায় একাধিক সীমান্ত নদীতে ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি কিছু জায়গায় বাঁধ ভেঙে পড়েছে। সীমান্ত নদী হওয়ার কারণে এসবের মেরামতের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন।

সূত্রমতে, ৭ মার্চের মিটিংয়ে বাংলাদেশ এই নদীগুলোর বাঁধে মেরামতের কাজ করতে চেয়েছিল। কিন্তু ভারত এখনও তাদের সম্মতি দেয়নি। তারা বিষয়টি আগে খতিয়ে দেখতে চায়।

এছাড়া, তথ্য ভাগাভাগির বিষয়টি আলোচনা হয়েছে এবং ভারত তাতে রাজি থাকলেও তা মিনিটসের খাতায় তোলা নিয়ে সমস্যা দেখা যায়। ফলে, শেষ পর্যন্ত মিনিটসে সই হয়নি।

গঙ্গার পানিবন্টন চুক্তি মেনে পানি ভাগাভাগি হচ্ছে কিনা তা দেখতে প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে যান প্রতিনিধিরা। এ বছর ৪ মার্চ ফারাক্কায় গিয়ে পানি মাপার পর তারা জানিয়েছিলেন, ভাগাভাগি নিয়ে তারা সন্তুষ্ট। একইসঙ্গে তারা আবার এটাও জানান, এ বছর পানি কম থাকার জন্য দুই দেশই পানি কম পাচ্ছে।

এরপর, ৬ মার্চ ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে গঙ্গা পানিবন্টন এবং নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মিটিং শেষে আলোচনার সারাংশে সই করেন ভারত ও বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা শরদ চন্দ্র এবং মোহাম্মদ আবুল হোসেন।

আমার বার্তা/জেএইচ

আমরা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি।

৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত, শাস্তি পেয়েছে ২৭০: আইজি প্রিজন

গত সাত মাসে কারাগার অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত,

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

ছয়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মব সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনানীতে যান চলাচল স্বাভাবিক, আন্দোলন প্রত্যাহার পোশাকশ্রমিকদের

আমরা ডিসেম্বরের টাইমলাইন মিস করতে চাই না: সিইসি

৭ মাসে কারাগারে ১২ জনকে চাকরিচ্যুত, শাস্তি পেয়েছে ২৭০: আইজি প্রিজন

১৬৬ সুপারিশসহ ৩৪ রাজনৈতিক দলকে ঐকমত্য কমিশনের চিঠি

লালমাটিয়ায় তরুণীকে লাঞ্ছিত করা রিংকু গ্রেপ্তার

রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ কমেছে, বেড়েছে যুক্তরাষ্ট্রের

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিন খুন

‘নির্মম সমঝোতার’ জন্য প্রস্তুত হচ্ছে ইউক্রেন-আমেরিকা

বিএনপির অভিযোগ ব্যক্তিগতভাবে নেয় সরকার: রিজভী

রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ৮ দিনেই এলো ৮১ কোটি ডলার

দুই জামায়াতকর্মী হত্যার মূলহোতা মানিক শতকোটি টাকার মালিক

চৌধুরী আলম গুম: মায়া-জিয়াসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

দিনের শুরুতে মস্তিষ্কের যে ব্যায়ামগুলো করবেন

শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কৃষি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মিছিলে এক কাতারে শিবির-ছাত্রদল

অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ দফা নির্দেশনা