ই-পেপার বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহীত

সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা ওখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জাতীয় সরকার করে ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সেই রাজনীতিবিদ হোক, শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা, ভাবনা, দর্শন একেবারে বদলে গেছে। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না বলে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ ছাড়া একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নিবে। আমরা সঠিক জায়গায় বিনিয়োগ করিনি। আমরা বিনিয়োগ করেছি পদ্মা সেতু ও টানেলে।

তিনি বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোনো বিনিয়োগ করিনি। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। এ দুই খাতে বিনিয়োগ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিল, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিল না। রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম।

তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতাম না। সেজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।’ জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ ও স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আমার বার্তা/এমই

সংবিধান ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে

সংবিধান সংস্কার নয়, এই সংবিধানকে বাংলাদেশের ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে বলে

বেলুন-পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

বেলুন ও পায়রা উড়িয়ে শুরু হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। অনুষ্ঠানের আলোচনা সভায়

রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটাতে গিয়ে পৃথক ঘটনায় শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর)

২৪’র গণঅভ্যুত্থান শুধু গণতন্ত্র নয়, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ছিল স্বৈরাচারী শেখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

সংবিধান ছাত্র জনতার দাবির উপযোগী করে নতুনভাবে লিখতে হবে

কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাৎ, দুদকের জালে আটকা

সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দেড় শ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭০০ কোটি টাকার লেনদেন আনিসুলের

আজ থেকে ২২ দিন বন্ধ সব কোচিং সেন্টার, অমান্যে কঠোর ব্যবস্থা

শরীয়তপুরে জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেলুন-পায়রা উড়িয়ে শুরু ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

চার মাসেই ম্যাজিকাল কিছু করা যাবে না: ফারুক আহমেদ

বছরের প্রথম দিনে বই না দিতে পেরে শিক্ষা উপদেষ্টার দুঃখপ্রকাশ

মে থেকে ফিটনেসবিহীন বাস থাকবে না: বিআরটিএ চেয়ারম্যান

২০২৫ সাল হবে হাসিনা ও আ.লীগের নেতাদের অপরাধের বিচারের বছর

২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বই ছাপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের তালিকা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

রাজধানীতে আতশবাজি ফোটাতে গিয়ে শিশুসহ দগ্ধ ৫

সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে না দেয়ার অঙ্গীকার

ইএফটি উদ্বোধন, বছরের প্রথমদিনে বেতন পেলেন এমপিও শিক্ষকরা

গজারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানবতার রাজনীতি ছাড়া জীবন-দেশ-ধর্ম ধ্বংস হয়ে যাবে : আল্লামা ইমাম হায়াত