আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যারা গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছি, আমরা মনে করি- আওয়ামী লীগের রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই- এই দেশে এই (আওয়ামী লীগ) নামে বা এই আদর্শ নিয়ে আর রাজনীতি করার।
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এই উপদেষ্টা বলেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা (আইনি কাঠামো) কী হবে, এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু বিচারপ্রক্রিয়া এগোলে আদালত থেকে সুপারিশ আসতে পারে, নির্বাচন কমিশন থেকে সুপারিশ আসতে পারে এবং রাজনৈতিক দলগুলোরও মতামত থাকবে। এসব বিবেচনায় হয়তো আমরা আওয়ামী লীগের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।
জুলাই আন্দোলনে হত্যার বিচার নিয়ে নাহিদ ইসলাম বলেন, নিষিদ্ধের আগে বিচার কার্যক্রমটা প্রধান। বিচারের মধ্য দিয়েই আমরা বুঝতে পারবো, আওয়ামী লীগ দল হিসেবে গণহত্যায় কতটুকু অংশগ্রহণ করেছে। আর জুলাই গণহত্যায় দলটির নেতাকর্মীদের কত অংশ জড়িত এবং কীভাবে অপরাধটা সংঘটিত করেছিলেন তারা।
সোর্স- প্রথম আলো
আমার বার্তা/জেএইচ