ই-পেপার রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে বলে মনে করি না: নজরুল ইসলাম

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১৮:০১
সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান। ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের রোডম্যাপ চেয়েও পায়নি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এতে হতাশ দলটি আন্দোলনে নামতে পারে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান নজরুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, এই সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছেন। এজন্য আন্দোলনের কোনো প্রয়োজন তারা দেখছেন না।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এর আগে বিকেল সোয়া তিনটার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। দলটির পক্ষ থেকে লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

১২ দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দীন ইকরাম প্রমুখ।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আমরা অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছি। রাজনৈতিকভাবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ। এজন্য ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আপনারা জানেন, কয়েক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু নিয়েই আজ মতবিনিময করেছি। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার আছে। আমাদেরও দায়িত্ব তা জানানো।

বিএনপি নেতা বলেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এ ব্যাপারে যেহেতু আরও দল ও জোটের সঙ্গে আলোচনা হবে, সব মিলিয়ে আমরা বিএনপির পক্ষ থেকে বলব।

নির্বাচন আদায়ে আন্দোলন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে তো আমরাই বসিয়েছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো প্রয়োজন হবে বলে মনে করি না।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনায় এই সরকার স্পষ্টভাবে জানিয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কয়েক দিন আগে পত্রিকায়ও এসেছিল এই কথা। যদিও খানিক্ষণ পরে তা বদলে যায়। তারাও বলেছেন, এমন না যে ডিসেম্বরে হবে না, ডিসেম্বরেও হতেও পারে। তারা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময় নিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী যে দলটি (আওয়ামী লীগ) এবং তাদের যারা সহযোগী, এদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, তারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের দ্রুত বিচারের সিদ্ধান্তে আমরা একমত হয়েছি। আর সরকার থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করা। আরও অনেক কিছু আলোচনা করেছি। আমরা মাত্র একটি জোটের সঙ্গে আলোচনা করলাম। আরও অনেক দলের সঙ্গে আলোচনা হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই ছিলেন সবার সঙ্গে আমরা আলোচনায় বসব।

‘এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণভ্যুত্থান হয়নি’ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, তারা কি চায় একটি দল না অন্য কেউ আসবে? তারা এর দ্বারা কী বোঝাতে চায়?

আমার বার্তা/এমই

মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

মসজিদের ইমাম, স্কুলের শিক্ষকও যেন নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদ সদস্য (এমপি) হতে পারেন, সে

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে: ফারুক

নির্বাচন বিলম্বকারীদের রুখের দেওয়ার শক্তি আমাদের আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) রাজধানীর

বিএনপি সিরিয়াসলি সংস্কারে সহযোগিতা করছে: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের রাষ্ট্র সংস্কারের উদ্যোগে বিএনপি ‘সিরিয়াসলি’ সহযোগিতা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

মসজিদের ইমামও যেন এমপি হতে পারেন, সে ব্যবস্থা চায় এনসিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে: ফারুক

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

রাজধানীর ওয়ারীতে একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার

তারুণ্যের বাংলাদেশ

ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গসংগঠনের ১০ জন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় একটি কারখানার ঝুট ব্যবসা দখল নিয়ে দ্বন্দ্ব

ডিম-মুরগির উৎপাদন বন্ধ ঘোষণা : খামারিদের সাথে বৈঠকে বসছে সরকার

নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ

খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

দুই সন্তানকে হত্যার অভিযোগে আটক মাকে গ্রেপ্তার

বনানীতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলা

সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির বৈধতা নিয়ে রিট