সংবিধান মানলে পার্লামেন্ট ছাড়া এই মূহুর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এসময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আপনারা ভাবছেন নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্বাচনই উত্তোরণের একমাত্র উপায় নয়। মুসোলিনি, হিটলারও নির্বাচিত হয়েছিলেন। তারা নির্বাচিত হয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।
যেন-তেন নির্বাচন হলে হবে না। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে। ২০২৪ সালে বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছিল সেখানে মানুষ আসেনি।
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে বলেছেন, সামনের নির্বাচনও একটা একপেশে নির্বাচন হতে যাচ্ছে। আমাদের প্রশাসন ইতোমধ্যে পলিটিসাইজ হয়ে গেছে। কোনো উর্ধ্বতন কর্মকর্তার কথা বললে আমরা আগে ভাবি যে তিনি জামায়াত পন্থী নাকি বিএনপি পন্থী নাকি আওয়ামী দোসর। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
আমার বার্তা/এমই