কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৩ এপ্রিল) উদযাপিত হলো বিশ্ব বই ও কপিরাইট দিবস। কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আবদুল মজিদ, উপাধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, সম্পাদক-শিক্ষক পরিষদ; রাশেদা আক্তার, প্রধান শিক্ষক, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; মো. খাইরুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট; এবং অমিত চক্রবর্তী, ইউনিট ইনচার্জ, ভ্রাম্যমাণ বইমেলা।
সরকারি ভিক্টোরিয়া কলেজ ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান ও মেলা ছিল প্রাণবন্ত। বক্তারা বলেন, “সুস্থ সমাজ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠান শেষে উদ্বোধন করা হয় ভ্রাম্যমাণ বইমেলার, যা চলবে ২৩ থেকে ২৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে।
আমার বার্তা/এমই