প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরেক আসামি মো. মাহাথির হাসানকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।
বুধবার (২৩ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ারের বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় মাহাথিরকে গ্রেপ্তার করে ডিএমপির বনানী থানা পুলিশ।
বনানী থানা পুলিশের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আল কামাল শেখ ওরফে কামাল (১৯) আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে মঙ্গলবার পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ একটি দল। পরবর্তীতে তাকে বনানী থানায় সোপর্দ করা হয়।
তিনি আরও জানান, আজ বিকেলে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে র্যাব-১ একটি দল পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার মেহরাজকে গাইবান্ধা থেকে ঢাকায় এনে বনানী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এমই