ই-পেপার বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৪
আপডেট  : ২৩ এপ্রিল ২০২৫, ২০:০২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দেশের মানুষের জন্য কেউ যদি কিছু করতে পারে তবে সেটা বিএনপিই পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তাই জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে রংপুর মহানগর, সৈয়দপুর ও নীলফামারী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের ৩১ দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা যাবে।

তিনি আরও বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে। প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহবান জানান তারেক রহমান।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে এ কর্মশালায় ৫০০ জন বিভিন্ন পর্যায়ের নেতা অংশ নেন।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপুর সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

বুধবার বিকেলে বিএনপির রাজনৈতিক জেলা সৈয়দপুরেও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

দলের সবার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবেন আপনারা। হত্যা, নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। এটিই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার উপায়।

কর্মশালার শেষ বেলায় অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। সবাইকে মানুষ হিসেবে বিবেচিত হতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ প্রশিক্ষণ শেষে মানুষ জিজ্ঞাসা করবে, কি বাহে কী নিয়া আইলেন। যারা বিগত আমলে আমাদের ভোট দেয়নি তাদের কাছেও যাবেন। আজ সারা দিনের আলোচনা ও ৩১ দফা তুলে ধরবেন। দলের পক্ষে জনসমর্থন সৃষ্টি করবেন।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি এ কর্মশালার আয়োজন করে।

সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবী নাজনীন।

কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রেহেনা আক্তার রানু, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।

কর্মশালাটি পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। কর্মশালায় ৩১ দফা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কর্মশালা শুরু হয়।

আমার বার্তা/এমই

এক বাক্সে ভোট পাঠাতে সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য

‘একটি বাক্সে ভোট পাঠাতে’ সমমনা পাঁচ ইসলামি রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল)

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের

সংস্কার শেষে নির্বাচন, নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামি দলগুলো

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন চায় পাঁচটি ইসলামি দল। এছাড়া নারী সংস্কার কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট ও কুয়াকাটা গেস্ট হাউজের সাথে ডিসকভার ট্যুরস এন্ড ট্র্যাভেলস এর সমঝোতা চুক্তি

অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীকে বের করে দিলেন জবি রেজিস্ট্রার

বিএফডিসির সক্ষমতা বাড়াতে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

পারভেজ হত্যা মামলার আরেক আসামি মাহাথির চট্টগ্রামে গ্রেপ্তার

ভালো কাজের লক্ষ্য থাকলে জনগণ আপনার পক্ষে রায় দেবে

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা

শিক্ষাঙ্গনের অস্থিরতা দূর করতে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

সরকারের তৎপরতায় রোহিঙ্গা সংকট বৈশ্বিক আলোচনায়: প্রেসসচিব

শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা

ইসলামি সমাজ ব্যবস্থায় কালিমা বা তাওহীদের প্রভাব

এক বাক্সে ভোট পাঠাতে সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

বাংলাদেশে ব্যবসা বাড়াতে চায় ৬০ শতাংশের বেশি জাপানি কোম্পানি

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

একদিনের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৩৪২ টাকা

এনটিআরসিএ নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে প্রহসনের শেষ কোথায়

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে ৭ বছর পর টেস্ট হারলো বাংলাদেশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করতে চাই

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

রাজনীতির সেই পুরনো পথেই কি হাঁটছে জাতীয় নাগরিক পার্টি