ই-পেপার মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

গৃহবধূ হত্যার ঘটনায় তদন্তে র‌্যাবের গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৪, ১৫:৪১

বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছিল র‌্যাব। এ ঘটনায় পুলিশের তদন্তে জানা যায়, গৃহবধু হত্যার ঘটনায় ছেলে নয়, এই হত্যাকাণ্ডে জড়িত বাড়ির ভাড়াটিয়া।

আসামি ভেবে ছেলেকে গ্রেপ্তারের ঘটনায় র‍্যাবের তদন্তে যদি কারও গাফিলতি থাকে বা তথ্যগত, প্রক্রিয়াগত ভুল থাকে, এর সঙ্গে র‌্যাবের কেউ যদি দায়ী হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

শনিবার (১৬ নভেম্বর) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব জানান তিনি।

বগুড়ায় গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে ছেলেকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। ওই ঘটনায় তদন্তে পুলিশ সম্পূর্ণ ভিন্ন তথ্য উপস্থাপন করেছে। যেখানে ছেলে নয় তিন ভাড়াটিয়া জড়িত বলে উঠে আসে। অথচ ছেলে নিরীহ হলে বিচারের আগেই মিডিয়া ট্রায়ালের শিকার হলেন।

এ ঘটনায় র‌্যাবের বক্তব্য জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, বগুড়ার ধুপচাচিয়ার ঘটনায় ছেলে জবানবন্দি দিয়েছে। সে তথ্য আমরা রেকর্ড করেছি। তখন তার আত্মীয়স্বজন ছিলেন। তাকে যখন ক্যাম্পে আনা হয় তখনও তার আত্মীয় স্বজনরা ছিলেন। ছেলের দেয়া জবানবন্দির ভিত্তিতেই র‌্যাব কাজ করেছে।

তিনি বলেন, তদন্তে ভিন্নতা হতেই পারে। ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত করছে। পুলিশ তদন্তে যদি র‌্যাবের সহযোগিতা নেবার প্রয়োজন করে আমরা করব।

তিনি আরও বলেন, আমাদের র‌্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা তদন্তে গাফিলতির তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

দুই সংস্থার তদন্তে ভিন্নতা কেন? আর ছেলে তো আদালতে স্বীকার করেনি। আদালতে অস্বীকার করায় রিমান্ডে নিতে হয়েছে। এখনো রহস্য উদঘাটিত হলো না, কিন্তু ছেলে মিডিয়া ট্রায়ালের শিকার হলেন। এ বিষয়ে মুনীম ফেরদৌস বলেন, স্বীকারোক্তি অনেক ধরনের আছে। কেউ কোনো ঘটনায় স্বীকারোক্তি দেয়া মানেই ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণ করে না। আবার যিনি স্বীকারোক্তি দেবেন তিনি যেকোনো সময় তার বক্তব্য অস্বীকার, পরিবর্তন, পরিমার্জন করতে পারবেন। এটা তার আইনগত অধিকার। ১৬৪, ১৬১ আলাদা। এখানে র‍্যাবের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবুও ঘটনায় তদন্তে কোন গাফিলতি থাকলে তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, মিডিয়া ব্রিফিং সচেতনতামূলক কাজ। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। ব্রিফিং নিবারণমূলক কাজের অংশ। মানুষ যাতে শিক্ষা নেয় বা সচেতন হয়। এখানে পুলিশের তদন্ত ভুলের সুযোগ নেই। ঘটনার আরও অধিকতর তদন্ত হবে। তদন্ত কিন্তু শেষ হয়নি।

এর আগে বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেফতার করেছিল র‌্যাব। গ্রেফতারের পর র‍্যাব জানায়, ছেলে মাকে হত্যা করেছে। তবে পুলিশের তদন্তে মোড় নেয় ঘটনার। পুলিশ বলেছে, গৃহবধু হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

আমার বার্তা/এমই

৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে

টেকনাফে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট

ঢামেক হাসপাতাল থেকে ফের ভুয়া নারী চিকিৎসক গ্রেপ্তার

ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের নাক কান ও গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্না নামে এক

শিল্পপতি প্রেমিককে ১১ টুকরো, বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

প্রেমের সম্পর্কের জেরে জসিমউদ্দিন মাসুম নামের এক শিল্পপতিকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে জবাই করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৫২

হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই নির্দিষ্ট বিনিময় মূল্য থাকতো

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মান্নান

নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে ধারণ করতে হবে: খসরু

স্ত্রীর ওপর অভিমান করে পুরুষাঙ্গ কর্তন

নতুন বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জের কথা জানাল টিআইবি

৮১ বছর পর কুমিল্লা থেকে জাপান যাচ্ছে ২৪ জন সৈনিকের দেহাবশেষ

নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি

সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন

কক্সবাজারে ৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী

নাসিরনগরে চুরি-ডাকাতি রোধে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার

ঢাকা ও কুমিল্লাসহ তিন পুলিশ সুপারকে বদলি

গণহত্যার বিচারের আগে আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেবো না

আমিও তো বাজারে যাই, আমারও দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ববির কমিটি থেকে বাদ কলিমুল্লাহ

দুবারের বেশি সংসদ সদস্য হওয়া নিয়ে যা বললেন তারেক রহমান

খালেদা-তারেকসহ বিএনপির ২৬ নেতাকে সশস্ত্র বাহিনী দিবসের আমন্ত্রণ

সামাজিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে আনসার ডিজির নির্দেশনা