২০২৪ সালে সর্বোচ্চ ফরেন রেমিট্যান্স সংগ্রহের জন্য টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে জনতা ব্যাংক পিএলসি।
শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন সেকিল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পীকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিষ্টার সাইফুদ্দিন খালেদ।
আমার বার্তা/জেএইচ