ই-পেপার মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

আমার বার্তা অনলাইন:
১৯ নভেম্বর ২০২৪, ১৯:১০

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করেছে। কলেজটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয় থেকে বের হয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সরকার কমিটি গঠনের আশ্বাস দিয়েছে। যা আগামী সাত কর্মদিবসের মধ্যে গঠন করা হবে। এর ওপর ভিত্তি করে আমরা আন্দোলন প্রত্যাহার করছি।

তিনি বলেন, একই কমিটি সার্বিক বিষয় অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে বলে আমাদের জানিয়েছে।

১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন- মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত এই শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে যায়।

বাকিরা বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নেয়।

তিতুমীর কলেজ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সকালে পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য।

একই দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা ফের কলেজের সামনের সড়কে বসে পড়ে। সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করে।

উল্লেখ্য, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। ৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

আমার বার্তা/এমই

ঢাবি শিক্ষক সমিতির সদস্যদের বিচার হওয়া উচিত: সলিমুল্লাহ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যদের ফ্যাসিস্টদের সহায়তার দায়ে বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন শিক্ষাবিদ

সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণ শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রতি বছর পাঠ্যবই

২০২৫ সালে ১২ কর্মদিবসের মধ্যে শেষ করতে হবে স্কুলের পরীক্ষা

সারাদেশে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৫ সালের শিক্ষাপঞ্জি খসড়া তৈরি করেছে শিক্ষা

সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি;হাসপাতালে রোগীর ভিড়

চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিমিয় করলেন বন্দর কর্তৃপক্ষ

অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়ার কমিটি গঠন

কুলাউড়ায় ৩ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

ঢাবি শিক্ষক সমিতির সদস্যদের বিচার হওয়া উচিত: সলিমুল্লাহ খান

আ.লীগের ন্যূনতম অনুশোচনা নেই, গণহত্যার বিচার হবেই: প্রেস সচিব

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

সরাইলে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়েছিল নবজাতকের মরদেহ

স্বাস্থ্যতের বাতিল প্রকল্প গোপনে ফের টেন্ডারের চেষ্টা পরিচালক মিজানের

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ১০৫২

হাসিনাকে করা প্রতিটি প্রশ্নেরই নির্দিষ্ট বিনিময় মূল্য থাকতো

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মান্নান

নতুন বাংলাদেশের স্বপ্ন সবাইকে ধারণ করতে হবে: খসরু

স্ত্রীর ওপর অভিমান করে পুরুষাঙ্গ কর্তন

নতুন বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জের কথা জানাল টিআইবি

৮১ বছর পর কুমিল্লা থেকে জাপান যাচ্ছে ২৪ জন সৈনিকের দেহাবশেষ

নাসিরনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন