
চলমান বিপিএলে স্রেফ একটি ম্যাচ বাকি। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল (শুক্রবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মোকাবিলা করবে। ফাইনালের আগে আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি অনুশীলন করেছে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অধিনায়ক শেখ মেহেদী। এরই মাঝে বিশ্বকাপ প্রসঙ্গ তোলা হলে তিনি এই প্রশ্নের ভার বিসিবি ও সরকারের হাতে ছেড়ে দেন।
ফাইনালের আগে মেহেদীর কাছে জানতে চাওয়া হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে। আজ একটু পরেই যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের। ওই বৈঠকে যোগ দেবেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদীও যোগ দেবেন।
বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নিজের ভাবনা জানিয়ে এই তারকা অফস্পিনার বলেন, ‘ক্রিকেটার হিসেবে কে না চাইবে বিশ্বকাপ খেলতে? সবাই বিশ্বকাপ খেলতে চায়। তবে এইটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। তারা আমাদের অভিভাবক। তারা যা বলবে আসলে... ক্রিকেটার হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার মনে হয়।’
এই বৈঠকে কী ধোঁয়াশা কাটবে নাকি বিশ্বকাপ খেলতে না পারার হতাশায় পুড়তে হবে সেই উত্তর নেই মেহেদীর কাছে। তিনি বলেন, ‘এরকম কিছু নিয়ে কথা হয়নি এখনও। শুধু প্রত্যেকটা ক্রিকেটার, যারা বিশ্বকাপ দলে আছে, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে টেক্সট করা হয়েছে, মিটিংয়ের জন্য। ওখানে গেলেই বোঝা যাবে আসলে রহস্যটা কী।’
প্রসঙ্গত, বুধবার ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়ালি বৈঠক করে। যেখানে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অর্থাৎ, বাকিদের অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। ফলে পিসিবির সমর্থনও আইসিসির অবস্থান টলাতে পারেনি। আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার শেষ সময়সীমা বেঁধে দিয়েছে তাদের সিদ্ধান্ত জানাতে। একইসঙ্গে সংস্থাটি ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই বলেও উল্লেখ করে।
আমার বার্তা/এমই

