ই-পেপার রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নালিশ করলেন প্রধানমন্ত্রীর কাছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা

কাস্টমসের হয়রানিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, রাজস্ব বোর্ডের নীরব ভূমিকা
মো. রাজিব উদ্-দৌলা চৌধুরী:
২৮ মে ২০২৪, ২২:৩২

কাস্টমস হাউস হতে আমদানিকৃত মালামাল খালাস করতে হলে পণ্যের এইচ এস কোড এবং পণ্য সম্পর্কে একটা ডিক্লারেশন বা ঘোষণা সংশ্লিষ্ট কাস্টমস্ কর্তৃপক্ষকে প্রদান করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানের এক প্রতিনিধি জানান, শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি চীন হতে ৯০ হাজার কেজি কাপড় আমদানির এলসি খোলে। তিন ধাপে এই কাপড় চট্টগ্রাম বন্দর দিয়ে আসে। শেষ ধাপে আসা পুরো ২২ কেজি কাপড় আসার কথা থাকলেও এক্ষেত্রে ১ হাজার ৭০০ কেজি কাপড় বেশি আসে। এই অতিরিক্ত কাপড় সংশ্লিষ্ট কাস্টমস্ কর্মকর্তারা মিথ্যা ঘোষণা হিসেবে অভিযুক্ত করে কাপড়গুলো জব্দ করেন। পরে মিথ্যা ঘোষণার অভিযোগে ঐ পোশাক কারখানাকে ১৫ লাখ টাকা জরিমানা করে এবং সেই সঙ্গে বাড়তি আসা কাপড়ের শুল্কায়ন করা হয় ৪.৫০ লাখ টাকা। শুল্কায়নকৃত টাকা জমা দেয়ার নির্দেশও দেয়া হয়।

তাছাড়া রয়েছে বন্দরে নির্ধারিত সময়ের বেশি পণ্য রাখার মাশুল বা পোর্ট ডেমারেজ দাঁড়ায় আরো ১৫ লাখ টাকা। ততদিনে ০২ মাসের বেশি সময় অতিবাহিত হয়ে যায়। এদিকে পণ্য জাহাজীকরণ বা শীপম্যান্ট সময়ও শেষ হয়ে যায়। পরবর্তীতে ৫০% মূল্য ছাড়ে সেই পোশাক রপ্তানি করতে হয়। অথচ মাস্টার এলসি এবং ব্যাক টু ব্যাক এলসি ও কাঁচামাল আমদানি প্রাপ্যতায় অর্থাৎ ইউডিতে ০৩ শতাংশ পণ্য বা কাপড় কমবেশি গ্রহণযোগ্য বা টলারেন্সের বিধান রয়েছে। সেক্ষেত্রে ২ হাজার ৬০০ কেজি কাপড় বেশি আসলেও সমস্যা ছিল না। পণ্য বা কাঁচামাল আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস্ কর্তৃপক্ষের বিভিন্ন ধরনের হয়রানি দীর্ঘদিন থেকে ব্যবসায়ীরা নীরবে সহ্য করে আসছে। এসব বিষয় ব্যতিরেকেও ব্যবসায়ী নেতারা ব্যাংক ঋণের সুদের হার ,আমদানিকারকদের নির্ধারিত মূল্যে ডলার সরবরাহ, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, নগদ প্রণোদনা অব্যাহত রাখার দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে গত শনিবার রাতে গণভবনে ওই বৈঠকে তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে কাস্টমস কর্মকর্তাদের হয়রানির বিষয়ে কয়েকজন ব্যবসায়ী বলেন, কাস্টমস কর্মকর্তারা করের চেয়ে জরিমানা আদায়ে অতি উৎসাহী। কারণ জরিমানার একটি অংশ কর্মকর্তারা পান। তবে বেশির ভাগ ক্ষেত্রে কর্মকর্তাদের ঘুষ দিলে জরিমানার পরিমাণ হ্রাস পায়।

এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা টাকা দেন কেন? উপস্থিত একজন ব্যবসায়ী বলেন, মূলত হয়রানি এড়াতেই টাকা দেয়া হয়। কারণ জরিমানা প্রক্রিয়া শেষ হতে অনেক সময় ক্ষেপন হয়। এদিকে, পণ্যটি যথাসময়ে রপ্তানি করার বিষয়টি সর্বাগ্রে স্মরণ রাখতে হয়। সময়মত রপ্তানি না করতে পারলে ক্রয়াদেশও বাতিল হয়ে যায়। তাই বাধ্য হয়ে জরিমানা এড়াতে ঘুষ দিয়ে পণ্য খালাস করা হয়। দীর্ঘদিন একই এইচ এস কোড দিয়ে আমদানি করা পণ্যের ক্ষেত্রে হঠাৎ এইচ এস কোড পরিবর্তন বা ভুল উল্লেখ করে ৩ গুণ অর্থাৎ ২৫০ শতাংশ জরিমানা আরোপ করে থাকে। তাতে করে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায়। ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে বিদেশি ক্রেতা বাংলাদেশি পণ্য ক্রয়ে মুখ ফিরিয়ে নেন।

কাস্টমসের হয়রানির বিষয়ে বিজিএমই এর সভাপতি এস এম মান্নান আমার বার্তা প্রতিনিধিকে জানান, এইচ এস কোডের দাড়ি কমা ভুল হলে কিংবা ওজনের কোন ধরনের হেরফের হলে বিশাল অংকের জরিমানা চাপিয়ে দেন এই কাস্টমস কর্মকর্তারা। অপরদিকে, ব্যবসায় চতুর্মুখী খরচ অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যার ফলে ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছে। অসাধু ব্যবসায়ীর সংখ্যা খুবই নগণ্য। দেশের ব্যবসা বাণিজ্যে ০১ নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি নিরসনের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ আমার বার্তা প্রতিনিধিকে বলেন,পণ্য বা কাঁচামাল আমদানি-রপ্তানির পুরো প্রক্রিয়াটি অটোমেশন হওয়ার কথা থাকলেও সেটি এখনো হয়নি। সেই দুর্বলতার সুযোগ নিচ্ছেন কিছু কর্মকর্তা। বাংলাদেশে বর্তমানে বহুমুখী পণ্য ও কাঁচামাল আমদানি-রপ্তানি হচ্ছে, সেক্ষেত্রে এইচ এস কোড (হারমোনাইজ সিস্টেম কোড) আরও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন। এবিষয়ে কাস্টমস্ কর্তৃপক্ষের উদ্যোগ নেয়ার কথা থাকলেও তা অদ্যাবধি হয়নি।

আমার বার্তা/মো. রাজিব উদ্-দৌলা চৌধুরীএমই

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

রূপালী বাংক পিএলসি রাজশাহী বিভাগের ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাজশাহী নানকিং দরবার হলে

দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার: গভর্নর

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সম্পর্কে জানতে চাওয়া হলে কেন্দ্রীয়

সরকার পতনের আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত

আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। মজুরি নিয়ে আন্দোলনে

যে কারণে ফের বাড়ছে চালসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম

ফের চালসহ বেশ কিছু নিত্য পণ্যের দাম বাড়ছে৷ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিজিওথেরাপির গুরুত্ব জানুন

৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

তারাবো বিএনপির সমাবেশে শত শত নেতাকর্মী নিয়ে যুবদল নেতা আফজাল কবির ও আরিফ

কোনাবাড়ীতে ছাত্রকে গুলি করে হত্যা মামলায় কনস্টেবল গ্রেপ্তার

হাসিনাকে নিয়ে ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত

রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজি নৈরাজ্য ঠেকাতে বিএনপির সমাবেশ

হোমনায় মা-ছেলেসহ তিন জনকে হত্যা করেন সুমন

নিম্ন আদালত মনিটরিংয়ের দায়িত্বে হাইকোর্টের ১৩ বিচারপতি

গোপালগঞ্জের আ.লীগ নেতা ভারতে গ্রেপ্তার

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বাদ দিয়ে নতুন নিয়োগের দাবি

দেশের প্রকৃত রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার: গভর্নর

জবির ছাত্রী হলে ৯ ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৩

বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজনীয়তা ও নতুন দৃষ্টিকোণ

একাত্তরের মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: রব

গজারিয়ায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন, হুমকির মুখে নয় গ্রাম

আরএমপির দায়িত্ব নিলেন নতুন কমিশনার আবু সুফিয়ান

বিদেশে পালানোদের ফেরাতে আইনি কাঠামো প্রতিষ্ঠার পরামর্শ

এখনও উদ্ধার হয়নি লুট হওয়া ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ