শনিবার ৮ মার্চ ছিলো নারী দিবস। এদিন নারীর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে সচেতন হওয়ার দিন। সোচ্চার হওয়ার দিন লিঙ্গ বৈষম্য নিয়ে। তবে টলিউড অভিনেত্রী পাওলি দাম। তিনি মনে করছেন নারী আসলেই নারীর শত্রু।
ভারতীয় সংবাদমাধ্যমে পাওলি লিখেছেন, কর্মক্ষেত্রেও আমাকে তেমন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। শুরু থেকে এখনও পর্যন্ত, যে যে পরিচালকের সঙ্গে কাজ করেছি (সিংহভাগই পুরুষ), তারা কেউ কোনোদিন মানসিক বা শারীরিকভাবে হেনস্থা করেননি। কিন্তু তার মানে এমন নয় যে, সবাই ভাগ্যবান। সম্প্রতি আমাদের ইন্ডাস্ট্রিতে এক পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন এক অভিনেত্রী। সেই পিটিশনে সই করে লিখেছি, আমার সঙ্গে ঘটছে না মানে, আর কারও সঙ্গে ঘটছে না, তা নয়।
এরপর লেখেন, অনেকের হয়তো মনে হতে পারে, “আমার সঙ্গে তো হয়নি, তাই আমি এ সবের মধ্যে নেই।” সে ক্ষেত্রে কিন্তু অভিযোগকাররীকেই প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। আর সেখান থেকেই মহিলাদের ঐক্যবদ্ধ হওয়া প্রচেষ্টাকে অসম্মান করা হচ্ছে। ঠিক সেই সময়গুলিতেই প্রশ্ন জাগে, ‘মেয়েরা মেয়েদের শত্রু’ বাক্যটি কি পুরোটাই মিথ্যে?
আরও লেখেন, মেয়ে হয়ে মেয়েদের পাশে না দাঁড়ানো, ক্ষমতা পেয়ে অন্য একটি মেয়ের পথের কাঁটা হয়ে ওঠা, আর একটি মেয়ের চরিত্র হননে অংশ নেওয়া, নিজে যেমন অত্যাচারিত হয়েছে সে রকমই অন্য মেয়েকে ফিরিয়ে দেওয়া— এই ঘটনাগুলি তো কানে আসেই। সবই পিতৃতন্ত্রের ফসল ঠিকই, কিন্তু এই হিংসা থেকে বেরিয়ে তো আসতে হবে। নিজেরা যদি ওই বাক্যটিকে ভুল প্রমাণ না করতে পারি, তা হলে কে করবে?
আমার বার্তা/জেএইচ