ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

মায়েদের প্রসব পরবর্তী চিকিৎসায় রিহ্যাবিলিটেশন মেডিসিন

ডা. প্রশান্ত কুমার চক্রবর্তী
১৬ জুলাই ২০২৪, ১২:৫১
আপডেট  : ১৬ জুলাই ২০২৪, ১৩:০৬

মাতৃত্বের স্বাদ প্রতিটি নারী জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা রোমাঞ্চকর অনুভুতি। তবে, সন্তান জন্মদানের পর মায়েদের আকস্মিক শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। এ সময় মায়ের শরীর দূর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং প্রায়শই হাড়, মাংশপেশি, অস্থিসন্ধি, স্নায়ু সংক্রান্ত জটিলতা পরিলক্ষিত হয়। যথাযথ চিকিৎসা নিলে, সঠিক যত্ন এবং কিছু নিয়ম মেনে চললে অনেক জটিলতা এড়ানো সম্ভব। এইক্ষেত্রে, রিহ্যাবিলিটেশন মেডিসিন একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। আর মায়ের শরীর সুস্থ হলে শিশু সঠিক পরিচর্যা পায় এবং সুস্থ ও সবল থাকে ।

প্রসবের পর ৬ সপ্তাহ (৪২ দিন) পর্যন্ত সাধারণত যে সকল সমস্যায় পুনর্বাসন চিকিৎসা আলোকপাত করা হয়, সেগুলো হলো-

  • ঘাড়, পিঠ, কোমর অথবা পা ব্যথা হওয়া।
  • অস্থিসন্ধিতে ব্যথা (হাঁটু, কব্জি ব্যথা)
  • হাত, পা এবং আঙ্গুলে ঝি ঝি ধরা, অবশ হয়ে যাওয়া।
  • ক্লান্তি বোধ বা অস্বস্তি অনুভব করা।
  • অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো দীর্ঘমেয়াদি রুপ নিতে পারে।

কারণঃ

  • হরমোন জনিত।
  • মেরুদন্ডের বক্রতার পরিবর্তন।
  • শারীরিক স্থুলতা।
  • নার্ভের উপর অতিরিক্ত চাপ।
  • পর্যাপ্ত ঘুমের অভাব।
  • অপর্যাপ্ত খাদ্য।
  • মানসিক অশান্তি।

প্রসব পরবর্তী রিহ্যাবিলিটেশন চিকিৎসার উদ্দেশ্য:

  • মায়েদের শারীরিক সক্ষমতা বাড়ানো।
  • বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো।
  • প্রসব পরবর্তী জটিলতার চিকিৎসা করা।
  • প্রসব পরবর্তী জটিলতা হ্রাস করা।
  • দ্রুত মানসিকভাবে স্বাভাবিক পরিবেশে খাপ খাওয়ানো।

প্রসব পরবর্তী পুনর্বাসন চিকিৎসা-

চিকিৎসক রোগ নির্ণয়ের জন্য অনেকটাই রোগীর উপসর্গ অনুযায়ী ক্লিনিক্যাল পরীক্ষার উপর নির্ভরশীল থাকেন। তবে, সামান্য প্যাথলোজিক্যাল পরীক্ষার প্রয়োজনও হতে পারে।

রোগীর কাউন্সেলিং উপর গুরুত্ব আরোপ করা হয়।

ঔষধঃ

চিকিৎসকের পরামর্শ মোতাবেক স্বল্প মাত্রার বেদনাশক ঔষধ, আয়রন, ফলিক এসিড, ভিটামিন ‘এ’ ক্যাপসূল, ক্যালসিয়াম ট্যাবলেট সহ অন্যান্য ঔষধ খাওয়া যাবে।

ফিজিক্যাল এজেন্টঃ

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ব্যথার ধরন ও সময় মোতাবেক ব্যথার স্থানে ঠান্ডা বা হালকা গরম/কুসুম গরম পানির সেঁক অথবা হালকা ম্যাসাজ করা যাবে। প্রয়োজনে, অন্যান্য সুপারফিসিয়াল ফিজিক্যাল এজেন্ট ব্যবহার করা যাবে।

শারীরিক অনুশীলনঃ

প্রসব পরবর্তী সময়ে সক্রিয় মায়েদের শরীরিক ও মানসিকভাবে দ্রুত খাপ খাইয়ে নেয়া সহজ হয়। তবে, শারীরিক অনুশীলন নির্ভর করে মায়ের প্রসব পরবর্তী অবস্থার উপর। উল্লেখ্য, প্রসবের ধরন ও উপসর্গ অনুযায়ী ব্যায়াম, ব্যায়াম শুরু করার সময় নির্বাচন করতে হয়। কেবল চিকিৎসকের পরামর্শ মোতাবেক বাচ্চার জন্মের পরে মৃদু শারীরিক কার্যকলাপ দিয়ে শুরু করুন। আপনি নিয়মিত কয়েক মিনিট করে হাঁটা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে প্রতি সপ্তাহে ৫-৭ দিন প্রতিদিন ২০-৩০ মিনিট পর্যন্ত হাঁটতে পারেন।

ব্যায়ামের উপকারিতাঃ

  • ব্যায়াম অঙ্গবিন্যাস সমর্থনকারী পেশী শক্তিশালী করে ।
  • ব্যথা নিরাময়ে সাহায্য করে।
  • মানসিকভাবে প্রফুল্ল রাখে।
  • কখন ব্যায়াম বন্ধ রাখবেনঃ
  • বুকে-পিঠে চাপ অনুভব করলে।
  • স্বাসকষ্ঠ হলে।
  • খিচুনি দেখা দিলে।
  • অতিরিক্ত হৃদস্পন্দন দেখা দিলে।
  • মাথা ঘুরালে।
  • অশান্তি অনুভব হলে।
  • অর্থোসিসঃ ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অসুখের ধরন মোতাবেক সমস্যাগ্রস্ত স্থানে প্রয়োজনে অর্থোসিস ব্যবহার করা যাবে।

খাবারঃ

  • শরীরের ক্ষয় পূরণের জন্য প্রসবের পর মাকে বেশী করে খাবার খেতে হবে।
  • শিশুর প্রয়োজনে মায়ের সুষম খাবার খাওয়া প্রয়োজন।
  • প্রচুর পরিমানে পানি অথবা পানি জাতীয় খাবার খান।
  • ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে।

দৈনন্দিন কাজঃ

  • পর্যাপ্ত বিশ্রাম (দুপুরের খাবারের পর ২ ঘণ্টা এবং রাতে ৬-৮ ঘন্টা) বিশ্রাম নিতে হবে।
  • শারীরিক ও মানসিক চাপ কমাতে হবে ।
  • ভারী কাজ নিষেধ।
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
  • সঠিক দেহভঙ্গি মেনে চলতে হবে।
  • সমতল জায়গায় হাঁটার অভ্যাস করুন।

সতর্কতা

  • যেসব ক্রিয়াকলাপে পেটে প্রচুর স্ট্রেচিং হয়, সেলাইগুলিতে খুব বেশি চাপ পড়ে, সেগুলি থেকে বিরত থাকুন।
  • চলাফেরায় তাড়াহুড়া করবেন না।
  • তীব্র মাত্রার কোন শারীরিক অনুশীলন করবেন না।
  • কোনক্রমেই পেটে ঠান্ডা বা গরম সেঁক অথবা কোন ম্যাসাজ করবেন না।
  • হাই হিল জুতা পরবেন না। কম হিলের আরামদায়ক জুতা পরুন।
  • সিজারিয়ান জন্মের পর থেকে সেলাই এর ব্যপারে সতর্ক থাকুন।
  • দীর্ঘ দূরত্ব ভ্রমন থেকে বিরত থাকুন।
  • অসমতল রাস্তা বা অত্যাধিক সিঁড়ি ব্যবহার করবেন না।
  • যেকোন বিপদ চিহ্ন দেখা দিলে চিকিৎসকের শরনাপন্ন হোন।

লেখক : ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল।

বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে

এইচএমপিভি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

চীন-জাপানে হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) প্রাদুর্ভাব বেড়েছে। এ ছাড়া মালয়েশিয়া-ভারতেও এইচএমপিভি আক্রান্তের খোঁজ মিলেছে। এ অবস্থায়

এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা কম, আতঙ্কিত হওয়ার কিছু নেই

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে

ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড

কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রীকে ঢামেকে ভর্তি

নিজেদের স্বার্থে টিউলিপকে মন্ত্রী বানায় লেবার পার্টি: দ্য গার্ডিয়ান

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা

প্রথমবার সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

টিউলিপের পদত্যাগের পর প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুন, কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার 

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

১৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ভারতের ৪৫ ভাগ ডাক্তার ভুয়া: পিনাকী ভট্টাচার্য

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক

সব খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা: গোলাম পরওয়ার

জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: মাহফুজ আলম

এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি-পলাশী সংযোগ সড়ক নির্মাণ বন্ধের দাবি

এলপিজির নতুন মূল্য নির্ধারণ, ১২ কেজি সিলিন্ডার ১৪৫৯ টাকা

কারিগরির ১৯ চিফ ইন্সট্রাক্টরকে অধ্যক্ষ পদে পদোন্নতি