ই-পেপার শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সকালে কফি পান হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি কমায়: গবেষণা

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১৩:৩০

নতুন একটি গবেষণায় দেখা গেছে, সকালে কফি পান করা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে, যারা সকালে কফি পান করেছেন, তাদের মৃত্যু ঝুঁকি ১৬ শতাংশ এবং হৃদরোগে মৃত্যুর ঝুঁকি ৩১ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে। তবে সারাদিন কফি পান করার চেয়ে সকালেই এটি বেশি কার্যকর।

যুক্তরাষ্ট্রের টুলেইন বিশ্ববিদ্যালয়ের ওবেসিটি রিসার্চ সেন্টার পরিচালিত এই গবেষণাটি ৮ জানুয়ারি ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ প্রকাশিত হয়। গবেষকরা ১৯৯৯ থেকে ২০১৮ সালের মধ্যে ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে-তে অংশগ্রহণকারী ৪০ হাজার ৭২৫ জন প্রাপ্তবয়স্কের উপর গবেষণা চালান।

গবেষণায় অংশগ্রহণকারীদের খাবার ও পানীয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। তারা কফি পান করেন কি না, কতটুকু এবং কোন সময়ে পান করেন, এই প্রশ্নগুলোর উত্তর বিশ্লেষণ করা হয়।

গবেষণার ফলাফল

- যারা সকালে কফি পান করেন, তাদের মৃত্যুর ঝুঁকি কম।

- দিনে যেকোনো সময় কফি পান করার চেয়ে সকালেই কফি পানের উপকারিতা বেশি।

- সকালবেলা কফি পানের মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান রিদমের ব্যাঘাত এড়ানো সম্ভব।

- ১০ বছরের গবেষণায় দেখা গেছে, সকালে কফি পানকারীদের মধ্যে হৃদরোগের কারণে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম।

গবেষণার প্রধান, টুলেইন বিশ্ববিদ্যালয়ের ড. লু কি বলেন, কেন সকালে কফি পান হৃদরোগের ঝুঁকি কমায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, দিনশেষে কফি পান সার্কাডিয়ান রিদম এবং মেলাটোনিন হরমোনের মাত্রা ব্যাহত করে। এর ফলে প্রদাহ এবং রক্তচাপের পরিবর্তন ঘটে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

তিনি আরও বলেন, 'ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। আমরা পরীক্ষা করে দেখতে চাই, কফি পানের সময়সূচি পরিবর্তন মৃত্যুঝুঁকি বা স্বাস্থ্যে কী প্রভাব ফেলে।'

অতীতের গবেষণাগুলোতে পরিমিত কফি পানকে স্বাস্থ্যের জন্য উপকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এটি প্রথম গবেষণা যেখানে কফি পানের সময়ের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে:

- ৩৬% ব্যক্তি সকালে কফি পান করেন।

- ১৪% সারাদিন কফি পান করেন।

- সকালে কফি পানকারীরা তুলনামূলকভাবে কম পরিমাণে কফি পান করেন।

লন্ডনের রয়্যাল ব্রম্পটন এবং হ্যারফিল্ড হাসপাতালের অধ্যাপক থমাস এফ লুশার বলেন, 'সকালে আমাদের শরীর স্বাভাবিকভাবে সক্রিয় থাকে। তখন কফি পান শরীরের কার্যক্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু দিনশেষে কফি পান অভ্যন্তরীণ ঘড়িতে বিঘ্ন ঘটায়, যা ঘুম এবং অন্যান্য শারীরিক কার্যক্রমে সমস্যা তৈরি করতে পারে।'

গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সকালে কফি পান স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সারাদিন কফি পানের অভ্যাস থেকে বিরত থাকা ভালো। অতিরিক্ত কফি পানে ঘুমের ব্যাঘাত এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন** ঘটতে পারে। গবেষকরা এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণার আহ্বান জানিয়েছেন।

সকালের যে অভ্যাসগুলো দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল

রক্তে মোমের মতো এক ধরনের পদার্থ হলো কোলেস্টেরল। মানবদেহে কোষ গঠনের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা

ডায়াবেটিস নিয়ন্ত্রণের ৫ ঘরোয়া উপায় জেনে নিন

ডায়াবেটিস বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত স্বাস্থ্য উদ্বেগের মধ্যে একটি। এটি কার্যকরভাবে নিয়ন্ত্রণের জন্য খাদ্য, ব্যায়াম এবং

অন্ত্র ভালো রাখবে এই ৫ ডিটক্স পানীয়

একটি সুস্থ অন্ত্র সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। পরিষ্কার এবং ডিটক্সিফাইড অন্ত্র সর্বোত্তম হজম, রোগ  প্রতিরোধ

শীতে হাত-পা ঠান্ডা হয়ে যায়? এই মসলা খেলেই মিলবে সমাধান

শীতকালের সৌন্দর্য এবং প্রশান্তি রয়েছে, তবে সেইসঙ্গে রয়েছে কিছু অস্বস্তিও। তার মধ্যে একটি হলো ঠান্ডা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, যাত্রীদের ভোগান্তি

সকালের যে অভ্যাসগুলো দূর করবে ক্ষতিকর কোলেস্টেরল

সকালে কফি পান হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি কমায়: গবেষণা

লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে বাইডেনকে দুষলেন ট্রাম্প

কুমিল্লায় মাহফিল থেকে ফেরার পথে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে

পুতিনের সঙ্গে বৈঠকের আয়োজন চলছে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কারাবন্দিদের নামানো হলো দাবানল নেভানোর কাজে

প্রাণ ফিরছে বাণিজ্য মেলায়, বাড়ছে ভিড়

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস মার্কিন পার্লামেন্টে

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

সবজিতে ভরপুর বাজার, চড়ামূল্য চাল-মুরগি-মাছে

তামিমের আচরণে লজ্জিত অ্যালেক্স হেলস

সহজ জয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ

অস্ত্রের মুখে পাকিস্তানে ১৭ সরকারি কর্মচারীকে জিম্মি

এইচএমপিভি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

উত্তরা থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম

পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত খালেদা জিয়া