প্রশাসনিক বিভাগ হিসেবে ময়মনসিংহ অনেক আগেই সরকারের স্বীকৃতি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে একটি স্থানীয় ক্রীড়া সংস্থা হিসেবে অনুমোদন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ স্বীকৃত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ আরও অনেক ফেডারেশনের সাধারণ পরিষদে অর্ন্তভুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা।
বাফুফে, অলিম্পিক এসোসিয়েশনসহ দেশের প্রায় সকল ফেডারেশনে ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা কাউন্সিলর হিসেবে অনুমোদন পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ময়মনসিংহ বিভাগের নেই কোনো স্বীকৃতি। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে তাদের সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবির সাবেক পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বিসিবিকে অনেক আগে থেকেই অনুরোধ জানিয়ে আসছিলেন। বিসিবি অবশ্য সেই অনুরোধ গ্রাহ্য করেনি।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি আজ বুধবার (২২ জানুয়ারি) বিসিবি সভাপতি বরাবর ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি ময়নমনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বলেছেন। এনএসসির এই চিঠিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবির সাবেক পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান, ‘জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ফেডারেশন ও স্থানীয় ক্রীড়া সংস্থার অভিভাবক। এনএসসি বিসিবির দৃষ্টি আর্কষণ করেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন আমরা দাবি জানিয়ে আসছিলাম, এবার এনএসসি বিসিবিকে পর্যালোচনা করতে বলেছে। ফলে আমরা ইতিবাচক কিছু আশা করছি।’
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ১-এ বিভাগভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন দুজন। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ঢাকার মধ্যে ছিল বিসিবির নির্বাচনে। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বিসিবি স্বীকৃতি প্রদান করলে নির্বাচন ব্যবস্থায় ঢাকা বিভাগের মধ্যে থাকবে নাকি আলাদা হবে সেটাও বিবেচ্য বিষয়।
আমার বার্তা/এমই