ই-পেপার রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩২

চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

সাকিব আল হাসান, চুয়াডাঙ্গা:
১৬ মার্চ ২০২৫, ১৬:৩৭

অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। সদর হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সিনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া পদটি শূন্য রয়েছে। অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ অ্যানেসথেসিয়ার দুটি পদই শূন্য রয়েছে।

সার্জারি, গাইনি, জরুরি অর্থোপেডিক সার্জারিসহ অন্য গুরুত্বপূর্ণ মেজর ও মাইনর অপারেশন নিয়মিত হতো সদর হাসপাতালে। কিন্তু জুনিয়র কানসালটেন্ট অ্যানেসথেসিয়া পদটি শূন্য হওয়ায় এখন সব ধরনের অপারেশন বন্ধ হয়ে যায়। তবে লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে ছোট অপারেশন করা হচ্ছে বাইরে থেকে চিকিৎসক এনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সদর হাসপাতালে মেজর অপারেশন হয় ১০৭টি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৪১টি মেজর অপারেশন হয়। অ্যানেসথেসিয়া কসনালটেন্ট পদ শূন্য হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে মেজর অপারেশনগুলো সম্পূর্ণ হয়। মার্চ মাসে মেজর অপারেশন না হলেও কিছু মাইনর অপারেশন হয়েছে। এছাড়া, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিনিয়র চক্ষু কনসালটেন্ট, সিনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্ট, জুনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্ট, সিনিয়র পেড কনসালটেন্ট, সিনিয়র মেডিসিন কনসালটেন্ট, জুনিয়র ইএনটি কনসালটেন্ট, জুনিয়র রেডিওলোজিস্ট কনসালটেন্ট, রেডিওলোজিস্ট, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জনের একটি করে পদ শূন্য রয়েছে। দ্বিতীয়, তৃতীয়, ও চতুর্থ শ্রেণির ২৮টি পদ শূন্য রয়েছে।

যার ফলে জেলার সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের মূল পদগুলো খালি পড়ে রয়েছে। সুইপারের ৭টি পদের বিপরীতে ৪টি শূন্য রয়েছে দীর্ঘ দিন ধরে, যার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রতিদিন বহির্বিভাগে প্রায় ১২০০ রোগী, আন্তঃবিভাগে ৩০০ রোগী ও জরুরি বিভাগে প্রতিদিন ২০০ রোগী চিকিৎসা নেন। চিকিৎসক, নার্সসহ দায়িত্বরতদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় প্রতিদিন। সিনিয়র ও জুনিয়র অ্যানেসথেসিয়া কনসালটেন্ট পদ দুটি শূন্য থাকায় জেলার ১২ লাখ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

রোগী ও তাদের স্বজনরা জানান, সাধারণ রোগীরা বেশি সমস্যায় পড়ছেন। তাদের বাইরে গিয়ে অপারেশন করাতে হচ্ছে। অনেকে টাকার অভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। সদর হাসপাতালের ওপর সবাই নির্ভরশীল। বাড়তি টাকা দিয়ে অপারেশন করা সম্ভব নয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় অপারেশন কাজে সমস্যার সম্মুখীন হচ্ছি। অপারেশন কমেছে অনেক। সাধারণ রোগীদের সেবা দিতে পারছি না। দ্রুত সংকট কাটলে আগের অবস্থায় ফিরতে পারবো।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে নানা সংকট রয়েছে। অপারেশন কার্যক্রম সীমিত হয়েছে। লোকাল দিয়ে অপারেশন হচ্ছে। চুয়াডাঙ্গার মানুষের স্বাস্থ্য সেবা দিতে ব্যর্থ হচ্ছি। আশাকরি হাসপাতালের সংকট দ্রুত কেটে যাবে। সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আমার বার্তা/সাকিব আল হাসান/রঞ্জিতি/এমই

জয়পুরহাটে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

চাকরি জাতীয়করণ ও সম্মানজনক ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন

শেখ হাসিনার সময়ে ধর্ষণের কোনো বিচার হয়নি: আফরোজা আব্বাস

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস কর্মচারীকে মারধর, মাফ চাইলেন এসপি

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাওয়ার জন্য ফ্রিতে নৌকা না পেয়ে ঘাটের দায়িত্বে থাকা ভূমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠবে: মির্জা ফখরুল

বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সব বিমানবন্দরে চালু হতে পারে

যারা শহীদ হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, সেই ব্যবস্থা করব: তারেক রহমান

এসএসসি-সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী

সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর ১২৩টি ব্যাংক হিসাব জব্দ

জয়পুরহাটে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আধুনিকায়ন করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার সময়ে ধর্ষণের কোনো বিচার হয়নি: আফরোজা আব্বাস

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে স্বামীকে ছাড়িয়ে আনব: সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের জয়, জিতেছেন তামিম-সোহানরাও

মার্চের ১৫ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার কো‌টি টাকা

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী

বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতারণা এড়াতে অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেল কর্তৃপক্ষের

চুয়াডাঙ্গার সদর হাসপাতালে তীব্র জনবল সংকট, চিকিৎসাসেবা ব্যাহত

স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা