মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ চুনার কারখানা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে একটি রেস্টুরেন্টকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে ট্যাঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবস্থিত একটি অবৈধ চুনার কারখানা উচ্ছেদ করা হয়। এছাড়াও, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘সেভেন স্টার হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউস’-এ অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, "অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও চুনার কারখানা উচ্ছেদে আমাদের নিয়মিত অভিযান চলছে। যারা সরাসরি বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।"
তিনি আরও জানান, জনসুরক্ষা এবং জ্বালানি সম্পদের অপব্যবহার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই