মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি, ৩টি ড্রেজার, ৩টি বাল্কহেড, মোবাইল ফোন ও নগদ অর্থসহ ৮ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মে) ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া ও পাগলা যৌথভাবে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন জামালপুর সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার, ৩টি বাল্কহেড এবং ৪ কিশোরসহ ৮ জনকে আটক করা হয়।
পরবর্তীতে ড্রেজারগুলোর তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি তাজা গুলি, একটি দেশীয় অস্ত্র, নগদ ২৫,৮৬৬ টাকা এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের পরিচয়, মো. সালাউদ্দিন (৪৫), মো. মাঈনউদ্দিন (৩৫), মো. সুমন (২৫), মো. আশরাফুল (১৭), মো. জিসান (১৯) — সকলেই লক্ষীপুর জেলার বাসিন্দা। মো. তামিম হাওলাদার (১৭) — ভোলা জেলা। মো. শাহাদাত (১৪), মো. ওয়াহিদ (৪০) — চাঁদপুর জেলা।
কোস্ট গার্ড জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর ফলে চোরাচালানসহ নানা অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আমার বার্তা/এমই