ই-পেপার বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রজ্ঞাপন জারি

শিক্ষার্থীদের নতুন শপথবাক্য, যোগ হলো দুর্নীতি না করার প্রত্যয়

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৫, ১৭:২৭

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথবাক্য আগের রূপে ফেরানো হয়েছে। ফলে আওয়ামী লীগের শাসনামলে শপথবাক্যে যুক্ত হওয়া ‘মুক্তিযুদ্ধ’, ‘শেখ মুজিবুর রহমান’ ও ‘শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার’ প্রত্যয়ের অংশগুলো বাদ পড়েছে।

নব্বই দশক ও একবিংশ শতাব্দির শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যে শপথ নেওয়া হতো, পুনরায় সে শপথ বাক্যটিই ফের পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘অন্যায় ও দুনীর্তি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না’ অংশ দুটি।

সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে এ ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২১ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত দিক-নির্দেশনামূলক একটি ‘শপথ’ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো।

‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবো। অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না।’

‘হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), সব জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট অফিস প্রধানকে অনুরোধ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের শাসনামলে ২০২১ সালের ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে শপথ পরিবর্তন করা হয়েছিল। সেসময় জাতীয় সংগীতের পর যে শপথ পাঠ করতে বলা ছিল তা হলো-

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।’

‘দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ২০ আগস্ট আগের (নব্বই দশকের নির্ধারিত) শপথবাক্য প্রাথমিক বিদ্যালয় ও পিটিআইয়ে জাতীয় সংগীতের পর পাঠের নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এ শপথ বাক্যে বলা হয়েছিল, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিবো। দেশের প্রতি অনুগত থাকিবো। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

এবার নতুনভাবে ‘অন্যায় ও দুর্নীতি করিবো না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবো না’ বাক্য দুটি শপথে যুক্ত হয়েছে।

আমার বার্তা/এমই

সচিবালয়ের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের অবস্থান কর্মসূচি পালন

নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ১৭তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আবেদন বঞ্চিতরা। বুধবার (২১

৪৬তম লিখিত ও ৪৭‘র প্রিলি পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট

শিক্ষক নিয়োগে সচিবের মতামত চান ভিকারুননিসার অধ্যক্ষ

চরম শিক্ষক সংকটে দেশের স্বনামধন্য নারী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। স্বাভাবিক পাঠদানের জন্য

সিনিয়র নার্স পদে ৩৫১২ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

সিনিয়র স্টাফ নার্স পদে তিন হাজার ৫১২ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

পীরগঞ্জে হঠাৎ করেই অসুস্থ হচ্ছে হাফেজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রীরা

গাইবান্ধায় আ.লীগের ৬ ইউপি চেয়ারম্যান আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে ৭ ডাকাত সদস্য গ্রেফতার

বিপুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

গর্তে ভরা সড়ক ;বর্ষায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা

ছুটি ছাড়া অনুপস্থিতিতে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা

ভারতীয় নাগরিকদের অবশ্যই ফেরত নিতে হবে: তৌহিদ হোসেন

শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নীতিমালা চূড়ান্ত পর্যায়ে

অপসারণ নয় নিজ থেকেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনীতি সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব নয়: গভর্নর

রায় কাল, আজ রাত যমুনার সামনেই কাটাবেন ইশরাক হোসেন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট কমেছে, দুই দিনে কমলো এক হাজার টিইইউ

কোস্ট গার্ডের অভিযানে অবৈধ বালু উত্তোলনের সময় অস্ত্র, গোলাবারুদসহ আটক ৮

জুনে রিজার্ভ দাঁড়াবে ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলার: গভর্নর মনসুর

সচিবালয়ের সামনে ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের অবস্থান কর্মসূচি পালন

চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

পবিপ্রবিতে হঠাৎ আগমন পরিকল্পনা উপদেষ্টার