বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের (বিইএ) আয়োজনের বৃহস্পতিবার (১ আগস্ট) দিনব্যাপী ম্যেডিক্যাল ক্যাম্প ও চিকিৎসা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
নবাবপুরে বিইএ এর নিজস্ব ভবনে ক্যাম্প শুরুর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা: এ,কে আজাদ খান।
বিইএ সভাপতি আলিমুজ্জামান আলমের সভাপতিত্বে এসোসিয়েশনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিএই এর প্রয়াত সদস্য আজগর আলী স্বরণে আয়োজিত ম্যাডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির জাতীয় কাউন্সিল সদস্য মতিউর রহমান লাল্টু।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সার্বিক সহযোগিতায় ক্যাম্পে প্যাথলজিক্যাল সহায়তা প্রদান করে বিআরবি হাসপাতাল। ডা: আজাদ খানের তত্বাবধানে হৃদরোগ, কিডনি, নিউরো, চক্ষু, গাইনি, শিশু, ডায়বেটিক রোগের দশ জন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েবশত বিএই সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করে।
আমার বার্তা/এমই