ই-পেপার শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ভারতীয়কে ৯৮ দিনে ৮৫ হাজার ভিসা দিল চীন

আমার বার্তা অনলাইন:
১৬ এপ্রিল ২০২৫, ১২:০৯

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে চীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র ৯৮ দিনের ব্যবধানে চীনের ভারতে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেটগুলো ৮৫ হাজারের বেশি ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে। চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সু ফিহং এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রদূত সু ফিহং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ২০২৫ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।

চীনে ভ্রমণে ভারতীয়দের উৎসাহ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভারতীয় পর্যটকদের জন্য চীন এখন আরও বেশি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত এবং বন্ধুত্বপূর্ণ। চীনের অভ্যন্তরে শিক্ষা, ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন খাতে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধিতে বেইজিং আগ্রহী।

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে চীন। এখন আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে না—সরাসরি ভিসা কেন্দ্রে গিয়ে আবেদন করা যাচ্ছে। একই সঙ্গে স্বল্প মেয়াদি ভ্রমণকারীদের জন্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হয়েছে। কমানো হয়েছে ভিসা ফি, আর অনুমোদনের সময়সীমাও হয়েছে আরও দ্রুত।

চীন মনে করছে, এ পদক্ষেপের ফলে ব্যবসা ও ভ্রমণ—উভয় খাতে ভারতীয়দের আগ্রহ বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থী বিনিময় এবং পর্যটনের ক্ষেত্রেও এটি একটি নতুন অধ্যায় তৈরি করবে।

চীন বর্তমানে ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন ঋতুভিত্তিক উৎসব এবং ঐতিহাসিক স্থানের প্রচারে জোর দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা শিক্ষা গ্রহণে ভারতীয় শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হিসেবে চীন দীর্ঘদিন ধরেই জনপ্রিয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববাণিজ্যে একাধিক শুল্ক আরোপ করেছেন। যদিও বেশিরভাগ দেশের জন্য তা সাময়িকভাবে স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে এখনো ১৪৫ শতাংশ শুল্ক বলবৎ রয়েছে।

এই প্রেক্ষাপটে চীন-ভারত সম্পর্ককে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, বৃহৎ দুই উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ও চীনের উচিত একসঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা। তাঁর মতে, একতরফা শুল্ক আরোপ এবং প্রোটেকশনিজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রয়োজন।

চীন ও ভারতের মধ্যে সীমান্ত ইস্যুতে দীর্ঘদিনের উত্তেজনা থাকলেও এই ভিসা ছাড়ের উদ্যোগকে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে।

আমার বার্তা/এল/এমই

আংশিক চুক্তিকে ব্যবহার করে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

ইসরায়েল সরকারের হিসাবে, গাজায় এখনো ৫৯ জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের

দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্রসচিব-স্তরের দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।

মমতার অভিযোগ উড়িয়ে দিল ঢাকা

ওয়াকফ আইনকে ঘিরে মুর্শিদাবাদের সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশের মানুষ জড়িত, এমন অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত

২০২০ সালে ভারত-বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। এর অধীনে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বে শেষ বলে স্কটল্যান্ডের হার

চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় ৩১৬ মিলের নিবন্ধন বাতিল

আংশিক চুক্তিকে ব্যবহার করে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ

পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

কুষ্টিয়ায় ভারতীয় তিন মাদককারবারি আটক

ফ্যাসিস্ট তৈরিকারী সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

জনগণের ক্ষতি করতে আ.লীগ ওৎ পেতে আছে : এ্যানি

হোয়াইটওয়াশ নয়, প্রথম টেস্টের প্রথম দিন নিয়েই শুধু ভাবছেন সিমন্স

গাজীপুরের টঙ্গীতে ফ্ল্যাটে মিলল দুই শিশুর গলা কাটা লাশ

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার ক্ষতিপূরণ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পাকিস্তানের

পিরোজপুর জেলা কৃষক লীগ সভাপতি চাঁন মিয়া সাত দিন রিমান্ডে

রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মিই বড় সমস্যা: উপদেষ্টা

মমতার অভিযোগ উড়িয়ে দিল ঢাকা

টাঙ্গাইলে নিজের শিশু সন্তানকে বিক্রি করে মোবাইল কিনলেন মা

ডেটলাইনের মধ্যে সংস্কার করে নির্বাচন দেন: জামায়াতের সেক্রেটারি

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে যা জানালো ভারত